বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘চণ্ডীগড় করে আশিকী’ থেকে সরে এলেন গৌতম গুলাটি! কেন জানেন?

‘চণ্ডীগড় করে আশিকী’ থেকে সরে এলেন গৌতম গুলাটি! কেন জানেন?

‘চণ্ডীগড় করে আশিকী’ থেকে সরে এসেছেন গৌতম গুলাটি

ফাইনাল স্ক্রিপ্ট পড়ে সিদ্ধান্ত, আয়ুষ্মান অভিনীত ছবি ‘চণ্ডীগড় করে আশিকী’তে কাজ করতে চাননা গৌতম গুলাটি।

‘চণ্ডীগড় করে আশিকী’ ছবিটি থেকে সরে এসেছেন অভিনেতা গৌতম গুলাটি। অভিষেক কাপুর পরিচালিত এবং আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবি। কিন্তু কেন এই ছবি থেকে সরে আসলেন অভিনেতা? তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সেই সম্পর্কে সদ্য এক সাক্ষাৎকারে গৌতম জানিয়েছেন, তিনি ছবিটা করতে প্রস্তুত ছিল। তাঁকে চরিত্রের যে বিরবণ দেওয়া হয়েছিল তার থেকে ছবির দৃশ্যায়নের ক্ষেত্রে বিস্তর ফারাক অনুভব করেছেন তিনি। অভিষেক কাপুর একজন দারুণ মানুষ। ওর সঙ্গে কাজ কারার জন্য তিনি অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন।

অভিনেতার কথায়, তাঁর হাতে যখন পাকাপাকিভাবে স্ক্রিপ্ট আসে তখন তিনি দেখেন এমন কিছু জিনিস ছিল যা তাঁর চরিত্রের সম্পর্কে আগে বলা হয়েছিল। কিন্তু সেগুলোর সঙ্গে কোনো মিল নেই। গৌতম বলেন, ‘আমি আমার অভিনীত চরিত্র সম্পর্কে শোনার পরই ছবিটি করার জন্য রাজি হয়েছিলাম। তবে এটি ঘটার পরে আমি আমার টিমের সঙ্গে কথা বলি, আলোচনা করি এবং তারপর ছবিটা না করার সিদ্ধান্ত নিই’।

সম্প্রতি সলমনের ‘রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গেছে গৌতম গুলাটিকে। ‘চণ্ডীগড় করে আশিকী’তে আয়ুষ্মানকে ‘ক্রস-ফাংশনাল অ্যাথলেট’-এর চরিত্রে দেখা মিলবে। ‘প্রগতিশীল প্রেমের গল্প’ নিয়ে এই ছবি।

 

বায়োস্কোপ খবর

Latest News

আজ তেমন নাহলেও বুধ থেকে বৃষ্টি বাড়বে, ভারী বর্ষণ বাংলার জেলায়-জেলায়, কোথায়? ভিনেশের ভালো মানুষির সুযোগ নিল কংগ্রেস! ওর ২০২৮-এ সোনা জেতা উচিত ছিল-মহাবীর ফোগট মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আর্জি, RG Kar এর প্রতিবাদ নিয়ে কী বলছে টলিউড? সংকটজনক সীতারাম ইয়েচুরি! CPIMর সাধারণ সম্পাদক রয়েছেন ‘রেসপিরেটরি সাপোর্টে’ উত্তরবঙ্গের নদীগুলির সংস্কার করতে এল প্রস্তাব, দুশো কোটির বরাদ্দ চাইল সেচ দফতর আসতে চলেছে পিতৃপক্ষ, কোন দিন কোন তিথির শ্রাদ্ধ? জেনে নিন দিনক্ষণ শ্রাদ্ধের সময় ‘ভারতে লড়াইটা… শিখদের পাগড়ি, কড়া পরার অনুমতি নিয়ে ,’ US-এ মন্তব্য রাহুলের দিনে দুপুরে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, উত্তজেনা বাঁকুড়ার বেলিয়াতোড়ে সুনীল নারিনের স্টাইলে 'লুকিয়ে' বোলিং! কে এই 'মিস্ট্রি' স্পিনার দিগবেশ রাঠি! পাকিস্তানের খারাপ পারফরম্যান্স,রয়েছে নতুন প্রতিভার অভাব! মত সৌরভের…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.