মুম্বইয়ের সামনে মুখ পুড়ল বাংলার! প্রথম দিনই বন্ধ হল গীতা এলএলবি-র হিন্দি রিমেকের শ্যুটিং। বাংলায় দুর্দান্ত সাড়া ফেলেছে স্নেহাশিস চক্রবর্তীর গীতা এলএলবি। স্টার জলসার পর এবার স্টার প্লাসের জন্য এই মেগার হিন্দি রিমেক বানাচ্ছেন ব্লুজ-এর কর্ণধার। অথচ শুরুতেই ধাক্কা খেলেন তিনি। চরম সমস্যায় পড়লেন টলিপাড়ার অন্যতম সম্মানিত প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী।
যিনি সবার আপদে-বিপদে পাশে দাঁড়ান, তাঁকে বিপদের দিকে ঠেলে দিল কে? সোমবার অর্ধেক দিন গীতা এলএলবি-র হিন্দি রিমেকের শ্যুটিংয়ের পর কেন তা বন্ধ হল? জানা গিয়েছে লাঞ্চ ব্রেকের পর কুশলীবরা আচমকাই সেট ছেড়ে চলে যান কিচ্ছুটি না জানিয়েছ। নেপথ্যে উঠে আসছে প্রযোজক-ফেডারেশন দ্বন্দ্ব।
টলিউড ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, চ্যানেলের হয়ে এই হিন্দি মেগার শ্যুটিং হচ্ছিল, তাদের কিছু নিয়মবিধি মানার নির্দেশ দিয়েছিল ফেডারেশন। তবে সেই নিয়ে কোনও সদুত্তোর মেলেনি। তাই আপতত বন্ধ থাকবে শ্যুটিং।
টিআরপি তালিকায় শুরু থেকেই ভালো ফল করেছে গীতা। এর ফলেই জাতীয় স্তরে এই মেগা তৈরির সুযোগ আসে স্নেহাশিস চক্রবর্তীর কাছে। হিন্দি রিমেকে গীতার ভূমিকায় দেখা যাবে টলিউডেরই শ্রীতমা মিত্রকে। এই সিরিয়ালের দেখা মিলবে শকুন্তলা বড়ুয়ার, থাকছেন টলিপাড়ার ভাস্বর চট্টোপাধ্যায়, মেঘনা হালদাররা। নায়ক অবশ্য মুম্বইয়ের। তাঁর নাম এখনও ফাঁস হয়নি।
জাতীয় স্তরের চ্যানেলের তরফে মুম্বইয়ে শ্যুটিং শুরু করা জানানো হয়েছিল। তবে কলকাতাতেই কাজ করতে চেয়েছিলেন স্নেহাশিস। আনন্দবাজারকে তিনি জানান, ‘আমি বলেছিলাম, কলকাতায় থেকেও বড় মাপের কাজ সম্ভব। আমি করে দেখিয়ে দেব। শ্যুটিং বন্ধের ঘটনায় মুম্বইয়ের কাছে মুখ পুড়ল।’
সোমবার আমতলার একটি রিসর্টে শ্য়ুটিং চলছিল। মাধ্যাহ্নভোজের পর হঠাৎ করেই বেঁকে বসেন টেকনিশিয়্যানরা। সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ এসে গিয়েছে হাতে, ব্যাঙ্কিং এপিসোডের কোটা পূরণ করতে হবে। শ্যুটিংয়ের জন্য অগ্রিম দিয়েছেন প্রযোজক, সব মিলিয়ে মাথায় হাত স্নেহাশিসবাবুর।
ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, সম্প্রতি সংশ্লিষ্ট চ্যানেল নতুন-পুরোনো সব মেগা-রিয়ালিটি শো-এর এপিসোড ওটিটি প্ল্যাটফর্মে দেখাচ্ছে। এতে চ্যানেলের ভাঁড়ার ভরছে ঠিকই, তবে মার খাচ্ছে টেলিপাড়া। স্বরূপ আনন্দবাজারকে জানান, ‘অন্যান্য চ্যানেল ফেডারেশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। ব্যতিক্রম স্নেহাশিস যে চ্যানেলের হয়ে কাজ করছে সেটি’। নতুন হিন্দি ধারাবাহিকটি ওটিটিতে দেখানো হবে না এমন শর্ত রেখেছেন স্বরূপ বিশ্বাস। লিখিতভাবে তেমনটা জানানো হলেই শ্যুটিংয়ের অনুমতি মিলবে, নতুবা নয়।
যদিও প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন তিনি চ্যানেলের সঙ্গে ফেডারেশনের কথাবার্তা নিয়ে অন্ধকারে ছিলেন। অথচ শ্যুটিং বন্ধের ফলে মাথায় হাত তাঁর। মুম্বই থেকে কটাক্ষ ধেয়ে আসছে, তবে কি কলকাতার বদলে এবার মুম্বইতেই হবে গীতা এলএলবি-র হিন্দি রিমেকের শ্যুটিং? আপতত কিছুই ভাবতে পারছেন না প্রযোজক।