মহালয়ার সকাল মানেই কেবল রেডিওতে মহিষাসুরমর্দিনী আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শোনা নয়। এখন এটার সঙ্গে বাঙালির জীবনে যোগ হয়েছে টিভির পর্দায় চলা মহালয়ার অনুষ্ঠানও। এবারও তার ব্যতিক্রম হবে না। আর তারই ঝলক সম্প্রতি প্রকাশ্যে এনেছে স্টার জলসা।
আরও পড়ুন: 'আপনার দাড়িটা একটু ধরতে দিন' কৌন বনেগা ক্রোড়পতিতে প্রতিযোগীর বিটকেল আবদার শুনে হতভম্ব বিগ বি!
কী দেখা গেল স্টার জলসার প্রভাতী অনুষ্ঠানের ঝলকে?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ যে ঝলক প্রকাশ্যে এনেছে সেখান থেকেই জানা গিয়েছে যে এবার এই চ্যানেলে মহালয়ার সকালে এই প্রভাতী অনুষ্ঠানে কেবলই কোয়েল মল্লিক, সন্দীপ্তা সেন এবং মধুমিতা সরকার থাকবেন না দেবী দুর্গার রূপে। বরং দেবীর অন্যান্য চরিত্রে দেখা যাবে এই চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের নায়িকাদেরও। গীতা এলএলবির গীতা অর্থাৎ হিয়া মুখোপাধ্যায়কে দেখা গেল তেজদীপ্ত রূপে রথ চালিয়ে আসতে। অন্যদিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষকে দেখা গেল মা কালীর রূপে।
আরও পড়ুন: মালায়লাম ছবিতে যৌন হেনস্থা কাণ্ড, শিল্পী সংগঠনের কমিটি ভাঙল, ইস্তফা প্রেসিডেন্ট মোহনলালের
এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ চরিত্রে দেখা যাবে শুভ বিবাহর সুধা ওরফে সোনামণি সাহাকে। স্টার জলসার এবারের এই বিশেষ নিবেদনের নাম রণং দেহী। চ্যানেলের তরফে প্রোমো প্রকাশ্যে এনে লেখা হয়, 'অসুর নিধনে দেবীশক্তির আবাহন। মহালয়ার পুণ্যলগ্নে দেখুন রণং দেহি, আসছে স্টার জলসার পর্দায়।'
অন্যদিকে জি বাংলার পর্দায় দেবী দুর্গার রূপে ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্যান্য দেবী রূপে থাকবেন এই চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের নায়িকারা।