ক্রিসমাস বাকিদের জন্য শুধুমাত্র একটি উৎসব হলেও জেনেলিয়া ডিসুজা ওরফে জেনেলিয়া দেশমুখের কাছে এটি অন্যতম একটি বড় উৎসব। প্রায় এক মাস ধরে তিনি এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। শুধু নিজেকে নতুনভাবে সকলের সামনে মেলে ধরা নয়, এই দিনটি নিয়ে আরও অনেক প্ল্যানিং থাকে তাঁর।
জেনেলিয়া এমন একজন অভিনেত্রী যিনি এখন আগের মতো সিনেমায় অভিনয় না করলেও মানুষের মনে একটা আলাদাই জায়গা করে রেখেছেন। ব্যক্তিগত এবং পেশাগত, কোনও দিক নিয়েই জেনেলিয়া কখনও কোনও বিতর্ক তৈরি হতে দেননি। এবার ক্রিসমাসে একেবারে রানীর মতো সেজে উঠলেন রীতেশ ঘরণী।
আরও পড়ুন: ছেলের সামনেই রোম্যান্সে মজে সইফ করিনা! সিক্রেট সান্টার উপহার পেয়ে হাঁ তৈমুর, কী সেটি?
ক্রিসমাস সম্পর্কে কথা বলতে গিয়ে জেনেলিয়া হয়ে ওঠেন নস্টালজিক। অভিনেত্রী বলেন, ‘বড়দিন শুধুমাত্র একটি উৎসব নয়। আমার কাছে বড়দিন মানে একটা আবেগ। এই দিনটির জন্য বহু সময় ধরে নিজেকে প্রস্তুত করা, এই দিনটিতে একসঙ্গে খাওয়া দাওয়া, পরিবারের সকলে মিলিত হওয়া, ঈশ্বরের কাছে প্রার্থনা করা এমন অনেক স্মৃতি আমার কাছে আজও ভীষণ রঙিন।’
ছোটবেলার স্মৃতি উসকে জেনেলিয়া বলেন, ‘ছোটবেলায় আমি এবং আমার ভাই সান্তাকে চিঠি লিখতাম। শুধু তাই নয়, সান্তার ঠিকানায় সেটা পোস্ট করে দিতাম যাতে আমাদের গিফট সময় মতো চলে আসে। আমাদের কাছে এটা ভীষণ একটা মিষ্টি স্মৃতি হয়ে থাকবে।’
আরও পড়ুন: মেলবোর্নের রাস্তায় ঘুরপাক খাচ্ছেন বিরাট-অনুষ্কা! বড়দিনের ব্রেকফাস্ট সারলেন কোথায়?
আরও পড়ুন: বড়দিনে স্ট্র্যাপলেস গাউনে ভক্তদের ঘুম কাড়লেন ভূমি! জানেন এই পোশাক কিনতে পকেট চাপ পড়বে কত?
বড়দিনের স্পেশাল পোশাক সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘ক্রিসমাস মানেই লাল এবং সাদা পোশাকে সেজে ওঠা। আমরাও ছোট থেকে তাই করতাম। কিন্তু যত বড় হয়েছি, তত বুঝেছি যে বড়দিন হল যে কোনও রঙের উৎসব। বছরের বাকি সময়ের তুলনায় এই সময়টা অনেক বেশি সুন্দর থাকে তাই যে কোনও পোশাকে আপনাকে দেখতে সুন্দর লাগে।’
ফ্যাশন সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে যে পোশাকে স্বাচ্ছন্দ বোধ করি সেটাই ফ্যাশন। তবে যে সমস্ত পোশাক ট্রেন্ডে চলে, সেগুলিও পরতে ভীষণ পছন্দ করি আমি। তবে আমি কী পোশাক পরব তার জন্য সব সময় আমি রীতেশের ওপর ভরসা করি। ফ্যাশনের দিক থেকে অনেক বেশি এগিয়ে আমার থেকে।