মর্মান্তিক ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। চুরি আটকাতে গিয়ে চলে গেল তরতাজা প্রাণ! মাত্র ৩৭ বছর বয়সেই দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন অভিনেতা। চুরি আটকাতে গিয়েই গুলিতে প্রাণ যায় অভিনেতা জনি ওয়াক্টরের। শনিবার ভোর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে ঘটে এই ভয়ঙ্কর ঘটনা।
জানা গিয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে ‘জেনারেল হসপিটাল’খ্যাত অভিনেতাকে। ঘটনার পর এক সংবাদমাধ্যমকে জনি ওয়াক্টরের মা স্কারলেট ওয়াক্টর জানান আসল ঘটনা। তিনি বলেন, ‘তাঁঁর সহকর্মীর সঙ্গে তখন ছিলেন অভিনেতা। হঠাৎই তাঁদের চোখে পড়ে একটা অদ্ভুত ব্যাপার। তাঁরা দেখতে পান তিন ব্যক্তি জনির গাড়ি থেকে কনভার্টার চুরির চেষ্টা করছে। ঘটনাটি দেখে তাঁরা এগিয়ে যান জনি। ওই তিন ব্যক্তি বেগতিক দেখে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যাওয়ার আগে তাদের মধ্যে থেকে একজন জনিকে গুলি করে দেয় জনি ওয়াক্টরকে।’
আরও পড়ুন: মন ভালো নেই ঋতুপর্ণার! 'রেমাল'-এর দাপটে দিশেহারা নায়িকা, কী হল তাঁর?
আরও পড়ুন: রাহাকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি রবিবার ইতালিতে পাড়ি দিলেন রণবীর-আলিয়া, কী এমন ঘটল?
লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র জাডের শ্যাভেস জানান, ‘ভোর ৩টা ২৫ মিনিটে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পিকো বুলেভার্ডের রাস্তায় একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তিন জন। সেই সময় ওদের মুখোমুখি হন অভিনেতা জনি ওয়াক্টর। গাড়ির মালিকও তিনি। তখন চোরদের একজন ওই তাঁকে গুলি করেন। এরপর ঘটনাস্থল ছেড়ে ওই তিন জন পালিয়ে যায়। এরপরে অভিনেতাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তাঁকে পরীক্ষা করে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।’
আরও পড়ুন: নাতাশার সাথে ডিভোর্সের খবরের মাঝে গোপনে ছুটি কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া, খেলবেন না T20 বিশ্বকাপ?
আরও পড়ুন: 'ভাগ্য করে একটা...' ১১টায় উঠে বউ ব্যস্ত ফোনে আর শাশুড়িই ব্রেকফাস্ট-লাঞ্চ করে খাওয়ায়! অঙ্কিতার গল্পে হতভম্ভ রচনা!
পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও ওই তিন জনের মধ্যে কাউকে শনাক্ত করতে পারা যায়নি। তবে জনির মা স্কারলেটের বিশ্বাস, খুব তাড়াতাড়ি ধরা পড়বে ওই তিন ব্যক্তি। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগৎ জুড়ে, শোকোস্তব্ধ তাঁর সহকর্মীরাও। সোশ্যাল মিডিয়াতেও তাঁর বহু অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।