আবারও উপন্যাস অবলম্বনে নির্মিত হতে চলেছে নতুন বাংলা ছবি। জয় গোস্বামীর কবিতা নয়, গল্পর উপর ভিত্তি করে বানানো হচ্ছে এই ছবিটি। শৈবাল মিত্রের পরিচালনায় বড় পর্দা ফুটে উঠবে এক পাঠিকা এবং কবির সম্পর্কের কথা।
আরও পড়ুন: গঙ্গাসাগরে দেখনদারি জৌলুস নেই, তাই কুম্ভ-মুখী সবাই! বিরক্ত সুদীপা বললেন, 'সবটাই এখন হুজুগ...'
জয় গোস্বামীর গল্প অবলম্বনে ছবি
শৈবাল মিত্র তাঁর নতুন ছবি নিয়ে আসতে চলেছেন। জানা গিয়েছে এবার তিনি জয় গোস্বামীর লেখা গল্প অবলম্বনে ছবি বানাতে চলেছেন। জয় গোস্বামীর কবিতাই বেশি জয়প্রিয়। তবে তাঁর লেখা উপন্যাস, গল্পও বিশেষ পিছিয়ে নেই। এবার তেমনি এক গল্প থেকে ঘাসফুল নামক ছবিটি বানাতে চলেছেন শৈবাল মিত্র।
জানা গিয়েছে এই ছবিটিতে ফুটে উঠবে একজন পাঠিকা এবং কবির সম্পর্কের কথা। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তিনজনকে, দেবশঙ্কর হালদার, বাসবদত্তা চট্টোপাধ্যায়, এবং সৌমিলি ঘোষ বিশ্বাসকে। ঘাসফুল ছবিটির গল্প আবর্তিত হবে কবিতা সংক্রান্ত আলোচনা, কবিতার জগৎ, ইত্যাদি।
জানা গিয়েছে দেবশঙ্কর হালদার থাকবেন কবি সোমেশ্বর বসুর চরিত্রে। আর তাঁর পাঠিকার চরিত্রে থাকবেন বাসবদত্তা। বাসবদত্তা ওরফে এই ছবির ঘাসফুল কবি সোমেশ্বর বসুর লেখা ভীষণ পছন্দ করে। যাকে বলে ডুবে থাকে। শুধু তাই নয়, তাঁর ধারণা কবির লেখা এই কবিতাগুলো সব তাঁকে নিয়েই। সৌমিলি ঘোষ বিশ্বাসকে দেখা যাবে ঘাসফুলের দিদি দিঘির চরিত্রে। ফলে এই কবি এবং তাঁর পাঠিকার রসায়ন, সম্পর্কের কথাই উঠে আসবে ছবিটিতে।
ঘাসফুল ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে অর্ক দেব, নিমাই ঘোষ, অসীম রায়চৌধুরী প্রমুখকে। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকাতেই এই ছবির শ্যুটিং হবে।
আরও পড়ুন: আম্বানি পরিবারের ৪ প্রজন্মের পুণ্যস্নান ত্রিবেণীতে, কোকিলাবেন, মুকেশ সহ মহাকুম্ভে এসেছেন কারা কারা?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো শৈবাল মিত্রের শেষ পরিচালিত ছবি হল এ হোলি কন্সপিরেসি। সেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরউদ্দিন শাহকে।