ইমন চক্রবর্তীর গাওয়া ইতি মা গানটি যে অস্কারের দৌড়ে রয়েছে এবার সে কথা সকলেরই জানা। যে সেরা ৭৯ টি গান মনোনীত হয়েছে অস্কারের জন্য সেখানেই জায়গা পেয়েছে গানটি। এবার জানা গেল, আরও এক বাঙালির কাজ মনোনীত হয়েছে অস্কারের জন্য। আর তিনি হলেন বিক্রম ঘোষ।
আরও পড়ুন: টাইগার ৩-র মতোই পুষ্পা ২-র শোতেও হলের মধ্যে দেদার বাজি ফাটানো হল? জানুন সত্যটা
কী ঘটেছে?
ভারতীয় ছবির জন্য এ এক গর্বের সময় যে সেটা নিঃসন্দেহে বলা যায়। গিরিশ মালিক পরিচালিত ছবি ব্যান্ড অব মহারাজাস অস্কারের জন্য মনোনীত হয়েছে বলেই জানা গিয়েছে। তাও আবার একটা নয়, দু, দুটো বিভাগে মনোয়ন পেয়েছে ছবিটি। ব্যান্ড অব মহারাজাস ছবিটির গান ইশক ওয়ালা ডাকু এবং এই ছবির আরেকটি গান যেটা বিক্রম ঘোষ কম্পোজ করেছেন সেই দুটো গান সেরা অরিজিন্যাল গান এবং সেরা অরিজিন্যাল স্কোরে মনোনীত হয়েছে।
প্রসঙ্গত এর আগে ২০১৪ সালেও এই জুটির কাজ জাল মনোনীত হয়েছিল অস্কারে। সেই ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন গিরিশ মালিক এবং বিক্রম ঘোষ। তাঁদের সাম্প্রতিকতম কাজ হল ব্যান্ড অব মহারাজাস। এই ছবির গল্প এবং গানের মিশ্রণ দারুণ মনে ধরেছে দর্শকদের।
কী গল্প দেখা যাচ্ছে ব্যান্ড অব মহারাজাস ছবিটিতে?
এই ছবিতে দেখা গিয়েছে পাঞ্জাবের বর্ডারের কাছে অবস্থিত একটি ছোট গ্রামের কিছু মিউজিশিয়ানদের অনুপ্রেরণামূলক এবং ইমোশনাল সফর। গানকে ভালোবেসে তাঁরা ভারত পাকিস্তানের বর্ডার ক্রস করে ফেলে। গল্পে উঠে এসেছে তাঁদের সাহস, শিল্পার শক্তি এবং ভালোবাসার কথা।
কী জানালেন বিক্রম ঘোষ এবং গিরিশ মালিক?
গিরিশ মালিক তাঁদের এই সাফল্যের বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, 'আমরা দারুণ উচ্ছ্বসিত যে ব্যান্ড অব মহারাজাস এবারের অস্কারের দৌড়ে আছে। এই ছবিটা খালি একটা গল্প নয়। এটা গানের যে শক্তি সেটার কথা বলে না কোনও কাঁটাতারের সীমানা মানে না।'
অন্যদিকে বিক্রম ঘোষ জানিয়েছেন, 'ব্যান্ড অব মহারাজাস আমাদের ভালোবাসার প্রজেক্ট। সবার সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। সবার যে ভালোবাসা পেয়েছি সেটার জন্য ধন্যবাদ।'