আজ মহা শিবরাত্রি। গোটা দেশজুড়েই চলছে শিবের পুজো। উপোস করে শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের কাছে তাঁর মতোই স্বামী চান মহিলারা। এই প্রথা তো সনাতন ধর্মে নতুন নয়, বহু যুগের। আর অন্যান্য পুজো, উৎসবের মতো এই শিবরাত্রির ছোঁয়া লেগেছে টেলিপর্দাতেও। বিভিন্ন বাংলা ধারাবাহিকে রীতি মেনে উৎসব উদযাপন করতে দেখা যাচ্ছে ধারাবাহিকের চরিত্রদেরও।
একইভাবে জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি-তেও দেখানো হয় শিবরাত্রি পালন। যেখানে সিরিয়ালের নায়িকা গীতা, যিনি কিনা ধারাবাহিকে একজন আইনজীবীর ভূমিকায় রয়েছেন। তাঁকেও সিরিয়ালে অন্যান্য মহিলা চরিত্রদের সঙ্গে মিলে শিবের মাথায় জল ঢালতে দেখা যায়। আর শিবরাত্রি নিয়ে নিজের মতামত, ভাবনা চিন্তা শেয়ার করেছেন গীতা ওরফে অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে হিয়া বলেন, ‘অবশ্যই ঈশ্বরে বিশ্বাস রয়েছে। তবে আড়ম্বর, উদ্যাপনে বিশ্বাসী নই। ফলে, কোনও দিন উপোস করিনি। শিবের মাথায় গিয়ে জল ঢালিনি।’
তবে হিয়া জানান, সিরিয়ালের জন্য এবছর শ্যুটিংয়ের দিন শিবরাত্রি পালন করেছেন তিনি। শ্যুটিংয়ের দৌলতে নাকি ৫ বার জল ঢেলেছেন। আবার ওইদিন নিরামিষও খেতে হয়েছে তাঁকে। এখানেই শেষ নয়, চিত্রনাট্যের প্রয়োজনে শিবপুজো করেই অ্যাকশন দৃশ্যের শট দিতে হয়েছে হিয়াকে।
আরও পড়ুন-জিতুর মধ্যেই মহাদেবকে খুঁজে পেলেন? শিবরাত্রিতে একী করলেন শ্রাবন্তী?
তবে এখানেই শেষ নয়। শিবলিঙ্গ নিয়ে দীর্ঘদিন তাঁর মনে থাকা ভুল ধারণার কথাও সাক্ষাৎকারে ভাগ করে নেন হিয়া। বলেন, সব ঈশ্বরের মূর্তিপুজো হয়। তাই প্রথমে তিনি নাকি শিবলিঙ্গকেই শিবের মূর্তি ভাবতেন। তবে সত্যি জানার পরও তিন শিবলিঙ্গকেই ঈশ্বর বলেই মেনেছেন। তাঁর কথায়, ‘আমি অনেক দিন পর্যন্ত জানতাম, এটাই মূর্তি। ঈশ্বরের বিশেষ কোনও অবয়ব। প্রকৃত সত্যি জানার পরেও ঈশ্বরকেই মেনেছি।’
তবে এই একুশ শতকে এসে শিবের মতো পুরুষদের জীবনযুদ্ধে টিকে থাকা বড়ই কঠিন বলে মনে করেন হিয়া। তবে এটাও বলেন মহাদেবের চারিত্রিক গুণাবলি ১ শতাংশ পেলেও পুরুষদের থাকে, তাহলে আদপে ভালোই হবে।
এদিকে গীতা এলএলবি-র গীতা ওরফে হিয়া মুখোপাধ্যায়ের এই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই ফেসবুকের পাতার ট্রোলিং-এর বন্য বইছে। এমনকি অভিনেত্রী নিজের ফেসবুক পেজে শিবের মাথায় জল ঢালার ছবি পোস্ট করলে, সেখানেও কিছু লোকজন তাঁকে ট্রোল করতে ছাড়েননি।
এক নেটিজন সাক্ষাৎকারের লিঙ্ক শেয়ার করে লেখেন, ‘আশাকরি আপনিও হিন্দু বিরোধী কথা বলার জন্য উপযুক্ত উপহার ফেরত পাবেন।’ আরও একজন প্রশ্ন তুলে লেখেন, ‘কূশিক্ষায় জীবনের উত্থান হলে এই উক্তি স্বাভাবিক। এই ধরণের মন্তব্যের পেছনে আসল Agenda কি?’ কেউ লেখেন, ‘এই হিয়া দাসী কে সবার বয়কট করা উচিত’। কারোর বিস্ময় প্রশ্ন, সত্যি এরা কারাা… কারা? কোথা থেকে সব উল্টোপাল্টা ধারণা ছড়িয়েছে। 'পুজো যদি করতেই হয় তো বিশ্বাস নিয়ে শুদ্ধ মনে করা উচিৎ। নইলে দরকার নেই।' কারোর কটাক্ষ ‘সংস্কৃতে লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন। নিজের অজ্ঞতার জন্য ধর্মকে ছোট করবেন না।’ কেউ বলেছেন, ‘কে এই ২টাকার নায়িকা? খোঁজ লাগাও।’ আবার অনেকেই পোস্টের নিচে অভিনেত্রী 'শিব লিঙ্গ' আসলে কী তার পাঠ পড়িয়েছেন।