বাংলা নিউজ > বায়োস্কোপ > God Father Teaser: বয়কটে বলিউড, দক্ষিণের চিরঞ্জিবীর ‘ছোট ভাই’ হয়ে গদফাদারে সলমন

God Father Teaser: বয়কটে বলিউড, দক্ষিণের চিরঞ্জিবীর ‘ছোট ভাই’ হয়ে গদফাদারে সলমন

তেলেগু ছবি ‘গদফাদার’-এ অভিনয় করেছেন সলমন খান। 

'গডফাদার' সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জীবি। দক্ষিণের জমজমাট অ্যাকশনে এবার সামিল হলেন ভাইজানও। প্রকাশ্যে টিজার। 

দু-তিন বছর ধরে যেন দক্ষিণী ছবির রমরমা দেশ জুড়ে। সেখানকার ঝাঁ চকচকে সেট, ধুন্ধুমার অ্যাকশন, গল্পের নাটকীয় মোড় মন কাড়ছে দর্শকদের। এমনকী, এখন বলিউড তারকাদের দক্ষিণের ছবিতে অভিনয়ের ঝোঁকও নজর কাড়ছে। আর এবার দেখা গেল সেই তালিকায় নাম লেখালেন সলমন খানও। তেলেগু ছবি ‘গদফাদার’-এ কাজ করলেন তিনি চিরঞ্জীবির সঙ্গে। সম্প্রতি মুক্তি পেল সিনেমার টিজার।

'গডফাদার' সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জীবি। দক্ষিণের জমজমাট অ্যাকশনে এবার সামিল হলেন ভাইজানও। তেলুগু ছবির সুপারস্টার চিরঞ্জীবির সঙ্গে তিনি যে অভিনয় করতে চলেছেন তা আগেই জানিয়ে দিয়েছিলেন সলমন। রবিবার সামনে এল সিনেমার টিজার।

মালায়লম ছবি ‘লুসিফার’-এর রিমেক তেলেগু গদফাদার। যদিও হিন্দি ভাষাতেও মুক্তি পাচ্ছে ছবিখানা একইসঙ্গে। ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে শেষ ১৫ সেকেন্ডে দেখা মিলেছে সলমনের। যেখানে সে ‘বসের বস’ চিরঞ্জীবির ছোট ভাই হয়েছেন সলমন। কালো লেদার জ্যাকেটে দেখা মিলল দাবাং খানের। শোনা যাচ্ছে, সলমন খানের পানভেলের ফার্মহাউজে নাকি হয়েছে ছবির শ্যুট। 

আরও পড়ুন: ‘অতীত তোমায় তাড়া করবেই’, অমির খানকে বয়কট করার সিদ্ধান্তে খুশি নাকি অনুপম খের?

ইতিমধ্যেই সিনেমার টিজারখানা ভাইরাল হয়েছে সোশ্যালে। যেখানে ভক্তরা সলমনের ‘টাইগার ৩’-র ট্রেলারের অপেক্ষা করছিল, সেখানে এই সিনেমার টিজার নিসন্দেহে চমকপ্রদ উপহার। রাজনৈতিক থ্রিলার ‘গডফাদার’-এর টিজার দেখে উচ্ছ্বাস ভক্তদের। একজন লিখলেন, ‘দেশের দুই সুপারস্টার সলমন আর চিরঞ্জিবীকে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে দেখে দুর্দান্ত লাগছে। এই ছবি যে দেখতেই হবে।’ অপরজন লিখেছেন, ‘এই ছবি প্যান ইন্ডিয়া ব্লকব্লাস্টার হবেই হবে’। আরও পড়ুন: ‘মিথ্যে দোষ’ দেওয়ায় কঙ্গনার নমিনেশন বাতিল করল ফিল্মফেয়ার! নায়িকা বললেন,আদালত যাব

মোহন রাজা পরিচালিত 'গডফাদার' সিনেমায় সলমন খানও চিরঞ্জীবির সঙ্গে দেখা যাবে 'বিগ বস' খ্যাত দিভি বাদথাকে। এই সিনেমায় অন্যতম ভূমিকায় অভিনয় করছেন দিভি। সোমবার ২২ অগাস্ট ৬৭ বছরে পদার্পণ করছেন দক্ষিণ ভারতীয় তারকা চিরঞ্জীবি। আর সেই সূত্রেই এই উপহার।

এরপর সল্লুকে বড় পরদায় দেখা যাবে ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার ৩’ আর জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ‘কিক ২’-তে। তবে তার আগেই আসবে ‘গদ ফাদার’ ২০২২-এর ৫ অক্টোবর। মানে সলমন ভক্তদের জন্য সামনে রয়েছে একগুচ্ছ চমক।

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে? আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.