কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। আর সেখানেই জানা গিয়েছে এবার যাঁরা পদ্মশ্রী পাচ্ছেন তাঁদের অন্যতম হলেন বাংলার জনপ্রিয় ঢাকি গোকুল চন্দ্র দাস। এই সম্মান পেতে উচ্ছ্বসিত তিনি। কাকে উৎসর্গ করলেন তিনি তাঁর এই সম্মান?
আরও পড়ুন: চলতি বছরেই বাগদান সারছেন আয়েন্দ্রী-নীলাঙ্কুর! সাতপাকে বাঁধা পড়ছেন কবে?
আরও পড়ুন: 'ভীষণ খুশি...' বিয়ের বছর ঘোরার আগেই পেয়েছেন মাতৃত্বের স্বাদ, এবার কোন সুখবর দিলেন শ্রীময়ী?
কী জানালেন গোকুল চন্দ্র দাস?
গোকুল চন্দ্র দাস তাঁর এই সম্মান, পদ্মশ্রী পুরস্কার উৎসর্গ করলেন বাংলার আরেক কৃতি সঙ্গীত শিল্পী পণ্ডিত তন্ময় বসুকে। তিনি এদিন এই বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে জানান, 'আমি ওঁকে ছাড়া বিশ্বজুড়ে আমার ঢাক বাজাতে পারতাম না। উনিই আমায় প্রথম আবিষ্কার করেন একটি প্রতিযোগিতা থেকে। ২০০৪ সালের সেই প্রতিযোগিতায় তিনি বিচারক হয়ে এসেছিলেন। আমি ওঁর তালতন্ত্র ব্যান্ডের সঙ্গেও বাজাই। আমি মনে প্রাণে চাই যাতে উনিও পদ্ম পুরস্কারে সম্মানিত হন।' প্রসঙ্গত পণ্ডিত তন্ময় বসু এখনও কোনও পদ্ম সম্মান পাননি।
২০০৯ সালে প্রথম ঢাকি হিসেবে গোকুল চন্দ্র দাস লস অ্যাঞ্জেলেসের হলিউড বোলে পারফর্ম করেন রবি শঙ্কর সেন্টার এন্সেম্বলের অংশ হিসেবে। সেই স্মৃতি হাতড়ে গোকুল চন্দ্র দাস বলেন, ' আমি একাধিক আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছি। উস্তাদ জাকির হোসেনের সঙ্গে বাজিয়েছি। পদ্মশ্রী আমার কাছে এক দারুণ সম্মান। পুজোর বাইরে নিয়ে যেতে চাই ঢাককে আমি।'
এই বিষয়ে আরও জানিয়ে রাখা ভালো এই ৫৭ বছর বয়সী ঢাকি লিঙ্গবৈষম্য উপেক্ষা করে ১৫০ জন মহিলাকে ঢাক বাজানো শিখিয়েছেন। তিনিই প্রথম ঢাকি যিনি পদ্ম সম্মান পেলেন। মহিলাদের জন্য তিনি দেড় কেজি কম ওজনের ঢাক বানিয়েছেন। তিনি জানিয়েছেন, 'আজ আমার গর্বে বুক ফুলে যায় যখন দেখি বাংলায় এখন ৫০০ জনের বেশি মহিলা ঢাকি আছেন।'
পণ্ডিত তন্ময় বসু কী জানিয়েছেন?
গোকুল চন্দ্র দাস পদ্মশ্রী পেয়েছেন শুনে পণ্ডিত তন্ময় বসু জানিয়েছেন, 'আমি ওঁকে নিয়ে গর্বিত। উনি ওঁর শিকড়ের সঙ্গে জুড়ে থাকেন ভীষণ, ঐতিহ্যকে বহন করে চলেন।'