আরও একবার জয়জয়কার ভারতের। নন ইংরেজি ভাষার বিভাগে সেরা মোশন পিকচারে মনোনয়ন পেয়েছে পায়েল কাপাডিয়ার সিনেমা। পায়েল পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ পেল মনোনয়ন।
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার জন্য পায়েল কাপাডিয়া হলেন সেরা পরিচালক বিভাগে মনোনীত। সমালোচকদের কাছ থেকে বিশেষভাবে প্রশংসিত হয়েছে এই সিনেমাটি। ৮২ তম গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য এই সিনেমাটির মনোনীত করা হয়েছে ৯ ডিসেম্বর।
গোল্ডেন গ্লোবে পায়েলের ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’
পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি একটি নন ইংরেজি ভাষার বিভাগের সেরা মোশন পিকচারে মনোনীত হয়েছিল। এবার বাকি সমস্ত সিনেমাকে পেছনে ফেলে দিয়ে এই সিনেমাটি সেরা পরিচালক বিভাগে পেল মনোনয়ন। মনোনয়ন ঘোষণা করলেন মিন্ডি কালিং এবং মরিস চেস্টনাট। এই বছরের মে মাসে কান ফিল্ম ফেস্টিভ্যালে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রিক্স জেতার পর চলচ্চিত্রটির পুরস্কারের দৌড় শুরু হয়।
আরও পড়ুন: হিন্দির পাশাপাশি টলিউডেও কাজ করতে চান ইমতিয়াজ? বললেন, 'ওটার জন্য আমায়...'
ভারতের এই প্রথম কোনও পরিচালক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা পরিচালক বিভাগে মনোনীত হয়েছেন। অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছেন এমিলিয়া পেরেজ পরিচালিত জ্যাক অর্ডিয়াট, শন বেকার, আনোরা। কনক্লেভ সিনেমার জন্য এডওয়ার্ড বার্গার, দ্যা ব্রুটালিস্ট সিনেমার জন্য ব্রাডি করবেট, সাবস্ট্যানস সিনেমাটির জন্য কোরালি ফার্গেট।
সম্প্রতি নিউইয়র্ক ফ্লিম ক্রিটিক সার্কেল পুরস্কারের পাশাপাশি গোথাম অ্যাওয়ার্ড দ্বারা সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে পায়েল কাপাডিয়া পরিচালিত এই সিনেমাটি। শুধু তাই নয়, সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিন দ্বারা বছরে সেরা চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয়েছিল এই সিনেমাটি। ৫ জনের মধ্যে ৪টি ভোট পেয়েছিল এই সিনেমাটি। ভোট দিয়েছিলেন আনোরা, লা কাইমেরা, ডাহোমে এবং হার্ড ট্রুথস।
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর গল্প
কানি কুসরতি, দিব্যা প্রভা এবং ছায়া কদম অভিনীত এই সিনেমায় তিনজন মহিলার গল্প দেখান হয়েছে। ওই তিন মহিলার মধ্যে দুজন নার্স, প্রভা এবং অনু তাদের বন্ধু পার্বতীর হাত ধরে প্রথম মুম্বই শহরে আসে। মুম্বইয়ের কোলাহল মুখর শহরে প্রেম, আকাঙ্ক্ষা এবং একাকিত্বকে অনুভব করে তারা।
আরও পড়ুন: খাদান সুপারহিট করতে লাগবে জিতের ফ্যানদেরও, পাশে পেতে মারাত্মক বুদ্ধি খাটালেন দেব
আরও পড়ুন: রাত জেগে বাংলা সিরিয়াল দেখেন, মমতার ফেভারিট মেগা কোনটি? কোনটা পছন্দ নয়
পায়েল কাপাডিয়া পরিচালিত এই সিনেমাটি অস্কারের জন্য মনোনীত না হওয়ায় বিন্দুমাত্র ক্ষোভ প্রকাশ করেননি পায়েল। পায়েলের সিনেমার পরিবর্তে অস্কারে মনোনীত হয় কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’। লাপাতা লেডিসের প্রশংসা করে পায়েল বলেছিলেন, ‘লাপাতা লেডিস’ সিনেমাটির গল্প ভীষণ ভালো। তবে অস্কারের লবির জন্য যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থ আমার নেই, যা আমির খানের আছে। আমার সিনেমাটি মানুষের পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক, এর বেশি আমি কিছু আশা করি না।