গোল্ডেন গ্লোবের মঞ্চে আরআরআর-এর জয়জয়কার। গান ‘নাটু নাটু’-র জন্য বেস্ট অরিজিনাল সং-মোশন পিকচার বিভাগে অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এই ছবি। তবে জেতা হল না 'সেরা ছবি-নন ইংলিশ' বিভাগে। এসএস রাজামৌলির সিনেমাকে হারিয়ে দিল সান্তিয়াগো মিত্রের ঐতিহাসিক সিনেমা ‘আর্জেন্টিনা, ১৯৮৫’। এই বিভাগে মনোনয়ন পেয়েছিল কোরিয়ান সিনেমা ডিসিশন টু লিভ, জার্মান যুদ্ধবিরোধী সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এবং ফ্রেঞ্চ-ডাচ সিনেমা ‘ক্লোজ’।
আরআরআর টিমের জন্য এটি নিসন্দেহে এটি ছিল মিশ্র অনুভূতি। কারণ সেরা গানের সম্মান এলেও, হাতে এল না বিদেশি ভাষার সেরা ছবির সম্মান। তাহলে ভারতে নির্মিত প্রথম কোনও ছবি পেত এই সম্মান। এর আগে ‘গান্ধি’ এই সম্মান পেলেও, সেটি ছিল ভারত ও ইংল্যান্ডের যৌথ উদ্যোগ, যা বানানো হয়েছিল ইংরাজি আর হিন্দিতে। আরও পড়ুন: RRR টিমের হয়ে গোল্ডেন গ্লোব নিতে মঞ্চে উঠে আবেগে ভাসলেন কিরাবাণী, দেখুন ভিডিয়োয়
অনেকেরই আশঙ্কা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে ‘আর্জেন্টিনা, ১৯৮৫’-এর জেতা অর্থ অস্কারের ক্ষেত্রেও সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগে এগিয়ে থাকা। যা নেতিবাচক হতে পারে ভারতীয় সিনেমা ‘ছেল্লো শো’ বা 'লাস্ট ফিল্ম শো'। ইতিমধ্যেই অস্কারে ‘বেস্ট সং’ বিভাগে নমিনেশন পেয়েছে আরআরআর। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতা, সেরা সহ অভিনেত্রী-সহ নানা বিভাগের জন্যও আবেদন জমা দেওয়া হয়েছে। ২৪ জানুয়ারি নমিনেশনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা রয়েছে।
আরআরআর-এ মুখ্য ভূমিকায় রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে দেখা গিয়েছিল। ছিলেন আলিয়া ভাট আর অজয় দেবগনও। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে ৮০ তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল। এদিন হাজির ছিলেন পরিচালক এসএস রাজামৌলি, দুই অভিনেতা জুনিয়র এনটিআর, রাম চরণ এবং নাটু নাটু গানের কম্পোজার এমএম কিরাবাণী।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup