RRR in Gloden Globes India: এসএস রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআর, সহ এমএম কিরাবাণী সকলেই আরআরআর ছবির জন্য গোল্ডেন গ্লোবস মঞ্চে উপস্থিত ছিলেন। তাঁদের থিম রং ছিল কালো। কার পরনে কী পোশাক দেখা গেল?
1/7ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে ৮০ তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হল। আর সেই অনুষ্ঠানেই ভারতীয় ছবি আরআরআর সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পেয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে আরআরআর ছবির তরফে উপস্থিত ছিলেন পরিচালক এসএস রাজামৌলি, দুই অভিনেতা জুনিয়র এনটিআর, রাম চরণ এবং নাটু নাটু গানের কম্পোজার এমএম কিরাবাণী।
2/7এদিন তাঁদের সকলের পরনেই ছিল কালো রঙের পোশাক। সঙ্গে তাঁদের সহধর্মিণীদেরও দেখা যায়। তাঁরা সবাই অনুষ্ঠানে ঢোকার আগে বাইরে দাঁড়িয়ে ছবি তোলেন।
3/7পরিচালক এসএস রাজামৌলি এদিন একটি কালো রঙের শেরওয়ানি পরেছিলেন। তার সঙ্গে মেরুন ধুতি এবং একই রঙের ওড়নায় ধরা দিয়েছিলেন তিনি। তাঁর মতোই ভারতীয় পোশাকে দেখা যায় তাঁর স্ত্রীকেও। তিনি একটি কমলা এবং সবুজ রঙের শাড়ি পরেছিলেন এদিন।
4/7খেতাব জয়ের পর এই ছবির চার মূল স্তম্ভ, রাজামৌলি, জুনিয়র এনটিআর, রাম চরণ এবং এমএম কীরাবাণীকে একসঙ্গে দাঁড়িয়ে হাসি মুখে পোজ দিতে দেখা যায়।
5/7এমএম কিরাবাণী এদিন একটি কালো শেরওয়ানি পরে এসেছিলেন। তাঁকে মঞ্চে পুরস্কার নেওয়ার পর সেটা ধরে পোজ দিতে দেখা যায়। নাটু নাটু গানটি তাঁরই কম্পোজ করা।
6/7জুনিয়র এনটিআরের সঙ্গে তাঁর স্ত্রী লক্ষ্মী প্রণতিকেও দেখা যায়। তাঁরা দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। অভিনেতার পরনে ছিল সাদা শার্ট, কালো কোট এবং প্যান্ট। অন্যদিকে লক্ষ্মী পরেছিলেন কালো রঙের একটি গাউন।
7/7রাম চরণকেও এদিন একটি কালো শেরওয়ানি এবং পায়জামায় দেখা যায়। এই ছবি হাত ধরে আরও একটি খেতাব জয় করল আরআরআর।