বাংলা নিউজ > বায়োস্কোপ > Good Luck Jerry Trailer: ড্রাগস বেচছেন জাহ্নবী, আচমকা কেন এই পেশা বাছলেন?

Good Luck Jerry Trailer: ড্রাগস বেচছেন জাহ্নবী, আচমকা কেন এই পেশা বাছলেন?

প্রকাশ্যে গুড লাক জেরির ট্রেলার

দেখতে সাদাসিধে, অথচ মাদকের ব্যবসায় নাম লেখালেন জাহ্নবী ওরফে জেরি। অভাবের তাড়নাতেই এই সিদ্ধান্ত জেরির? 

মা ফুসফুসের ক্যানসারে ভুগছে। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে মায়ের চিকিৎসার খরচ জোগানোই বড় চ্যালেঞ্জ জয়প্রীত শেঠি ওরফে জেরির কাছে। অগত্যা ড্রাগ ডিলারের কাছে কাজ চাইতে গিয়েছে সে। মেয়েদের জন্য এই ‘ধান্দা’ নয়, এমনই কথা পঞ্জাবের মাদক-মাফিয়ার কাছ থেকে শুনতে হয় তাঁকে। যদিও বিহারি কন্যে জেরির জবাবে মুগ্ধ হয়ে যান সেই মাদক মাফিয়া। এরপর শুরু ড্রাগ ডিলার হিসাবে অকুতোভয় জেরির সফর। বেআইনি এই কাজ করতে গিয়ে মৃত্যুমুখেও পড়তে হয় জেরিকে, তবুও ভয়কে জয় করতে জানে সে। স্পষ্ট জানায়, ‘হাম জিতনে দিখতে হ্যায়, উতনে হ্য়ায় নেহি’। (আমাকে যেমন দেখতে আমি কিন্তু তেমন নয়)।

সত্যি তো জেরির ‘ভোলাভালা’ চেহারার পিছনে আদতে একজন ড্রাগ ডিলার রয়েছে -তা বুঝে ওঠা সত্যিই বড় চ্যালেঞ্জ। ছবির ট্রেলারে জেরির ‘চাহানেওয়ালা’র চরিত্রে রয়েছেন দীপক ডোবরিয়াল। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিতা বৈশিষ্ট্য, এবং সুশান্ত সিং। ড্রাগ পাচার করতে করতে কীভাবে ড্রাগ মাফিয়াকেই মাত দেওয়ার চেষ্টা করে জেরি, তার ঝলক উঠে এল ট্রেলারে।

 

এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ সেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘কোলামাভু কোকিলা’-র অফিসিয়্যাল রিমেক এই ছবি। ওই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন নয়নতারা। আগামী ২৯শে জুলাই সরাসরি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি।

 

বন্ধ করুন
Live Score