শনিবার টুইটার শুধুই শাহরুখময়! এদিন দুপুরে মাত্র ১৫ মিনিটের জন্য ফ্যানেদের প্রশ্নের জবাব দিলেন শাহরুখ। তার জেরেই #AskSRK হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে। এদিন একদম পরিচিত ভঙ্গিতে #AskSRK সেশনের ঘোষণা সারেন শাহরুখ। তিনি টুইটারের দেওয়ালে লেখেন, ‘অনেক প্রশ্ন মনে নিয়ে আমরা ঘুম থেকে উঠি। আজ আমি উত্তর নিয়ে ঘুম থেকে উঠলাম! তাই ভাবলাম আমরা ১৫ মিনিটের জন্য একটা #AskSRK করেনি। যদি ফাঁকা সময় থাকে তোমাদের তাহলে প্রশ্ন জিজ্ঞাসা কর’।
এদিন ধৈর্য্য ধরে ফ্যানেদের সবরকম প্রশ্নের উত্তর দিলেন শাহরুখ। একদিকে যেমন মজাদার জবাবে ভরপুর ছিলেন এই সেশন, তেমনই জীবনের কঠিন উপলব্ধিগুলোও সবার সঙ্গে ভাগ করে নিলেন বাদশা। এদিন এক ফ্যান শাহরুখের কাছে প্রশ্ন রাখেন, ‘জীবনের সমস্যাগুলোর মুখোমুখি হতে কোন বিষয়টা তাঁকে অনুপ্রেরণা জোগায়?’ কোনওরকম সময় নষ্ট না হলে তিনি বলেন, ‘তোমাকে বিশ্বাস রাখতে হবে অশুভ শক্তিকে শুভ শক্তি সর্বদা পরাস্ত করবে’।
প্রসঙ্গত,গত বছরের শেষটা একদম ভালো কাটেনি খান পরিবারের। ২০২১ সালের ২রা অক্টোবর গোয়াগামী কোর্ডেলিয়া প্রমোদতরী থেকে এনসিবির হাতে শুরুতে আটক ও পরে গ্রেফতার হন আরিয়ান খান। এরপর প্রায় দীর্ঘ একমাস জেলবন্দি ছিল আরিয়ান। নিম্ন আদালতে দু-বার জামিনের আবেদন খারিজ হওয়ার পর ৩০শে অক্টোবর বম্বে হাইকোর্ট জামিন মঞ্জুর করে আরিয়ানের। পরবর্তীতে এনসিবি এই মাদকমামলা থেকে বেকসুর খালাস দেয় আলিয়ানকে। এনসিবির চার্জশিটে নামই নেই আরিয়ানের।
আরও পড়ুন-‘তুমি এতো হট কেন?’ ফ্যানের প্রশ্নের মজাদার জবাব ‘পাঠান’ শাহরুখের
গত ২রা নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। এই বছর ধুমধাম করে সপরিবারে জন্মদিন সেলিব্রেট করেছেন বাদশা। শাহরুখের জন্মদিনে মন্নতের বাইরে চোখে পড়েছে জনসুমদ্র। এতো মানুষের ভালোবাসা পেয়ে কেমন অনুভূতি হয়? শাহরুখ লেখেন-' করোনার জেরে প্রতিবন্ধকতা থাকায় বছর কয়েক পর এমনটা ঘটেছে। খুব ভালো লাগে এতো মানুষ আমাকে শুভেচ্ছা জানাতে আসেন দেখে'।
শাহরুখ-দীপিকা-জন অভিনীত ‘পাঠান’ মুক্তির অপেক্ষায় গোটা দেশ। ২০২৩-এর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে এই হাইপ্রোফাইল ছবি। তবে শুধু পাঠান নয়, আগামী বছর মুক্তি পাবে শাহরুখের আরও দুটি ছবি। ২রা জুন ‘জওয়ান’ নিয়ে হাজির হবেন কিং খান, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাটলি। অন্যদিকে রাজকুমার হিরানি ও শাহরুখ জুটির প্রথম ছবি ‘ডানকি’ মুক্তি পাবে ২০২৩-এর ডিসেম্বরের ২২ তারিখ।