ইতালিতে বসেছিল আম্বানি পুত্র অনন্ত ও হবু বউমা রাধিকার তিন দিন ব্যাপী প্রি-ওয়েডিং সেলিব্রেশন। একঝাঁক বলিউড তারকার মাঝে দ্বিতীয় প্রি-ওয়েডিং উৎসবে সপরিবারে হাজির হয়েছিলেন শাহরুখ খান। আইপিএল ফাইনালের ঠিক আগে অসুস্থ হয়ে পড়ায় শাহরুখ আদৌও ইতালি উড়ে যাবেন কিনা সেই নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই, তবে আম্বানি পরিবারের খুশিতে সামিল হতে ভোলেননি কিং খান। আরও পড়ুন-বয়স সবে দেড় বছর! মেয়ের শরীরে বড় বদল আনলেন আলিয়া, আম্বানিদের পার্টিতে ভাইরাল রাহার ছবি
তবে অনুষ্ঠান থেকে শাহরুখের ছবি ফাঁস হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু নয়া হইচই। স্য়ুট-ব্যুট আর লম্বা চুলে শাহরুখকে দেখে অনেকেই ‘পাইরেটস অফ দ্য ক্যারেবিয়ান’ তারকা জনি ডেপের সঙ্গে তুলনা করেছেন।
জনি ডেপের ‘পাকিস্তানি সংস্করণ’
শাহরুখ খান নীল স্যুটের উপর সাদা স্কার্ফ পরেছিলেন। চোখ ছিল চশমা। কিং খানের চোখ ছাপিয়ে ঝোলা সামনের চুল, থুতনির কাছের ছোট্ট এবং মোটা গোঁফ থেকে ভক্তদের জনি ডেপের কথা মনে পড়েছে। কেউ কেউ হাসাহাসিও করেছেন।
এক নেটিজেন লেখেন, একজন লিখেছেন, ‘জনি ডেপের পাকিস্তানি সংস্করণ। একজন লিখেছেন, ‘শাহরুখ কি জনি ডেপের মতো দেখতে হওয়ার চেষ্টা করছেন? বাজে লাগছে, অসুস্থ দেখাচ্ছে’।
আম্বানিদের পার্টির একটি অনুষ্ঠানে শাহরুখ খানকে পারফর্ম করতেও দেখা যায়। তাঁর পাশে বসেছিলেন ছোট ছেলে আব্রামও। আরেকটি ক্লিপে বাবা-ছেলের সঙ্গে দেখা গেছে অভিনেতা রণবীর কাপুরকে। শাহরুখ খান এবং ইন্টেরিয়র ডিজাইনার-স্ত্রী গৌরী খানের মেয়ে সুহানা খানও আম্বানিদের প্রি-ওয়েডিং উৎসব থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।
আম্বানিদের প্রি-ওয়েডিং ফাংশন
মার্চের গোড়ার দিকে গুজরাটের জামনগরে তিন দিনের প্রাক-বিবাহ উদযাপন করেন আম্বানিরা। দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশে বিলাসবহুল ক্রুজে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বিবাহ উৎসব সুসম্পন্ন হল।
শাহরুখ, রণবীর এবং তাদের পরিবার ছাড়াও, সলমন খান, সারা আলি খান, করিনা কাপুর, ইব্রাহিম আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, করণ জোহর, দিশা পাটানি এবং কারিশ্মা কাপুরসহ ৮০০ জন অতিথি অনন্ত আম্বানির দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে যোগ দেন।
গত ২৮ মে থেকে ১ জুনের মধ্যে ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণে ৪ হাজার ৩৮০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সময় বিলাসবহুল ক্রুজ লাইনারে বেশ কয়েকটি পার্টি ও অনুষ্ঠানের আয়োজন করা হয় অতিথিদের জন্য।
এদিকে আগামী ১২ জুলাই থেকে শুরু হবে অনন্ত-রাধিকার বিয়ের মূল অনুষ্ঠান। ১৩ জুলাই, শনিবার হবে আশীর্বাদ পর্ব। ১৪ জুলাই রবিবার হবে গ্র্যান্ড ওয়েডিং রিসেপশন।