মে মাসের শেষে সাত পাকে বাঁধা পড়েছেন বাংলা টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ হৃতজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে লালকুঠি ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতাকে।
বছর কয়েক আগে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে দাঁড়িয়ে রচনা বন্দ্যোপাধ্যায় ফাঁস করেছিলেন গায়িকা পৌষালি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতজিৎ। গোপন প্রেমের কথা প্রকাশ্যে আসতেই লাজে রাঙা হয়েছিলেন অভিনেতা। আর ‘দিদি নম্বর ১’-এর স্টেজেই মাস কয়েক আগে আইবুড়ো ভাত খেয়েছেন হৃতজিৎ, তবে এবার পাশের মানুষটি বদলে গিয়েছে। পৌষালির জায়গা নিয়েছেন অর্পিতা তিওয়ারি। তাঁর সঙ্গেও বছর কয়েকের জমাটি প্রেম হৃতজিৎ-এর অবশেষে বিয়ের সিদ্ধান্ত।
‘দিদি নম্বর ১’-এর পুরনো ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানেই হৃতজিৎ-পৌষালিকে দেখে অনেকেই অবাক! সেই ভিডিয়ো বলছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ শুরু দুজনের। এক বছর পর ‘দিদি’র মঞ্চেই প্রথম সাক্ষাৎ, কারণ পৌষালির অনুরোধে পাত্তা দেননি হৃতজিৎ, দেখাই করতেন না। ফোন করলেও অর্ধেক সময় ফোন ধরতেন না। তারপরেই পৌষালি জানান, হৃতজিতের এক মহিলা কোরিওগ্রাফার বান্ধবীর কথা। সেই বান্ধবীর সঙ্গে নাকি মন্দিরে প্রায়ই যেতেন অভিনেতা! যদিও এইসব এখন অতীত! পৌষালি সুখে সংসার করছেন। অন্যদিকে অর্পিতা-হৃতজিতেরও সুখী গৃহকোণ।