বাংলা নিউজ > বায়োস্কোপ > Gourab Chatterjee- Devlina Kumar: গৌরবের ভুরিভোজ! পাখার বাতাস-ছাপ্পান্ন ব্যঞ্জনে জামাই আপ্যায়ন দেবাশিস কুমারের

Gourab Chatterjee- Devlina Kumar: গৌরবের ভুরিভোজ! পাখার বাতাস-ছাপ্পান্ন ব্যঞ্জনে জামাই আপ্যায়ন দেবাশিস কুমারের

গৌরবের ভুরিভোজ!

Gourab Chatterjee- Devlina Kumar: কালো পাঞ্জাবি পরে জামাইষষ্ঠী পালন করতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি গেলেন গৌরব। ছাপান্ন রকম খাবারে জমলো তাঁর বিশেষ দিন!

গাঁটছড়া নিয়ে এখন তুমুল ব্যস্ত গৌরব। অন্যদিকে দেবলীনা কুমারের হাতেও কিছু ছবির কাজ আছে। পাশাপাশি কলেজ তো আছেই। ফলে দুজনেই চরম ব্যস্ত। তার মধ্যেও তাঁরা দুজন জুটি বেঁধে জামাইষষ্ঠী পালন করতে গেলেন। কালো পাঞ্জাবি পরেছিলেন এদিন গৌরব। দেবলীনার পরনে ছিল নীল শাড়ি। কী কী দিয়ে জামাই আদর সারলেন বিধায়ক তথা মেয়র পারিষদ সেটারই এক ঝলক এদিন ভাগ করে নিলেন দেবাশিস কুমারের কন্যা দেবলীনা।

মা, বাবা, বরকে নিয়ে একদম হইহই করে মেতে উঠেছিলেন জামাইষষ্ঠী পালনে। দেবলীনার পোস্ট করা ছবিতে দেখা যায় তাঁদের জন্য এদিন মেনুতে কী কী ছিল, কী কী আচার পালন হয়েছে।

দেবলীনার মা এদিন পাখার বাতাস করে জামাইকে আপ্যায়ন করেন। গৌরবের পাশেই তাঁকে শালপাতার পাখা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপরের ছবিতেই চোখ কপালে ওঠার জোগাড় হয়। এত্ত খাবার! গৌরব কি এদিন সত্যি ডায়েট ভুলে সবটা খেয়েছিলেন? এক কথায় সবটা মিলিয়ে যেন ছাপ্পান্ন ব্যঞ্জন! কী কী ছিল মেনুতে?

গৌরবের জন্য এদিন দেবলীনার মা আয়োজন করেছিলেন ভাত, ঝুরি আলুভাজা, কাঁচা কলা ভাজা, কুমড়ানি, বেগুন ভাজা, শাক, কুঁচো মাছ ভাজা, শুক্ত, ডাল, চার রকম মাছের পদ, চিংড়ি মালাইকারি, কাঁকড়া, মিষ্টি, দই, আম। এছাড়া সকালে জামাইষষ্ঠীর নিয়ম পালনের সময় অভিনেতার জন্য দেওয়া হয়েছিল নানা রকমের ফল, বিভিন্ন ধরনের মিষ্টি, ইত্যাদি।

তবে বাহারি ভোজ নয়, আড্ডা দিতেও এদিন দেখা যায় তাঁদের। সপরিবারে বারান্দায় বসে খোশ গল্প জমেছিল তাঁদের।

এই সমস্ত ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে দেবলীনা লেখেন, 'জামাই আদর জামাই ষষ্ঠী। মায়ের আদুরে জামাই। সব জামাইদের জানাই ষষ্ঠীর শুভেচ্ছা। এবং হ্যাপি পেটপুজো।' অনেকেই তাঁর এই পোস্টে একটাই কথা জিজ্ঞেস করেছেন গৌরব সবটা খেয়েছেন? উত্তর যদিও মেলেনি! তবে দেবাশিস কুমারের জামাই আদর সত্যি তাক লাগিয়েছে এদিন!

বন্ধ করুন