বাংলা ধারাবাহিকগুলির মধ্যে এখন ‘গাঁটছড়া’ বেশ জনপ্রিয়। বছর না ঘুরলেও এই সিরিয়ালের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সঙ্গে দর্শক মনে জায়গা করে নিয়েছে ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র ঋদ্ধিমান আঈর খড়ি। ঋদ্ধির চরিত্রে অভিনয় করছেন গৌরব আর খড়ির ভূমিকায় শোলাঙ্কি।
টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২২-এ পারফর্ম করলেন এই দুই তারকা। সম্প্রতি এক ফ্যান পেজ থেকে নাচের এক ঝলক শেয়ার করে নেওয়া হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া কালজয়ী গান ‘চম্পা চামেলি গোলাপেরই বাগে’। আর তা দেখে দর্শক বলছে, এ যেন উত্তম-সুচিত্রা নাচ করছে!
প্রসঙ্গত, গানটি গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় আর মান্না দে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মারা যান সন্ধ্যা। তাঁকে সম্মান জানাতেই এই গানে নাচ করেন গৌরব-শোলাঙ্কি। দর্শক এই দুই তারকাকে উত্তম-সুচিত্রার সঙ্গে তুলনা করলেও ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, তনুজা।
ভিডিয়োতে দর্শকাসনে দেখা মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের। গানের তালে তালে মাথা দোলাতে আর হাতে তাল রাখতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। একজন লিখেছেন, ‘উত্তম কুমারের নাতিকে পুরো উত্তম কুমারের মতোই লাগছে’। ‘উত্তম-সুচিত্রা। খড়ির হাসিটা অসাধারণ লাগছিল’, ‘এতটাই ভালো লাগছে যে চোখই সরানো যাচ্ছে না।’, ‘এত ভালো যে মুখ্যমন্ত্রীও চোখ ফেরাতে পারছেন না।’-র মতো নানা কমেন্ট পড়েছে। গাঁটছড়ার আগে ‘বাবা বেবি ও’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেছেন গৌরব-শোলাঙ্কি।