আরও একটা বৃহস্পতিবার। টিআরপি তালিকায় আরও একটু নীচে নামল 'গাঁটছড়া'। চলতি সপ্তাহে ৭.২ পেয়ে চতুর্থ স্থানে স্টার জলসার এই ধারাবাহিক।
অতীতে 'বাংলার সেরা' তকমা ছিল 'গাঁটছড়া'র দখলে। পরে সেই চিত্র বদলায়। তবে গত সপ্তাহেও দ্বিতীয় স্থানে ছিল ধারাবাহিক। কিন্তু এ বার সোজা চারে! নম্বর কাটা পড়ল কোথায়? বিগত কয়েক দিনে ধারাবাহিকে দেখা মেলেনি ঋদ্ধির। দর্শকদের একাংশের মতে, গুরুত্বপূর্ণ এই চরিত্রের অনুপস্থিতি পিছিয়ে দিয়েছে ধারাবাহিককে।
ঋদ্ধি অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায় কী ভাবছেন? অভিনেতার উত্তর, 'ওঠানামা তো থাকবেই। সেটা কারও নিয়ন্ত্রণে নেই। তবে আমার না থাকায় এ রকম হয়েছে বলে মনে হয় না।'
নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে যোগ দিতে আমেরিকা গিয়েছিলেন গৌরব। 'গাঁটছড়া'-য় তাই দিন কয়েকের জন্য তাঁর দর্শন মেলেনি। দেখানো হয়, ব্যবসার কাজে দুবাই গিয়েছে ঋদ্ধিমান। ভক্তরা যদিও সে সব মানতে নারাজ। ঋদ্ধিকে ফেরানোর অনুরোধে ভরে যায় ফ্যানপেজগুলি। অগত্যা বিদেশে বসেই ফোন দিয়ে কয়েকটি দৃশ্য শ্যুট করে পাঠিয়েছিলেন গৌরব। খুশি অনুরাগীরাও।
গল্প ভালো হবেই সফল হবে ধারাবাহিক। এমনটাই মনে করেন 'ঋদ্ধি'। তাঁর কথায়, 'টেলিভিশনে সবটাই গল্পের উপর নির্ভর করে। ওটাই আসল নায়ক। আমি শুধু আমার চরিত্রটা ভালো ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রতিযোগিতা নিয়ে বিশেষ ভাবিত নই। আমাদের ধারাবাহিক নিয়ে মানুষ চর্চা করছেন। সেটিকে ভালোবাসছেন। এটাই প্রাপ্তি।'
একই সুর শোনা গেল 'খড়ি' শোলাঙ্কি রায়ের গলায়। বললেন, 'টিআরপি বাড়লে সব সময়ই ভালো লাগে। কিন্তু সেটা কখনও আলাদা করে ভাবায় না। এটা প্রতিযোগিতার অংশ।'