রবিবার তাপমাত্রার পারদ চড়ালেন গৌরব চট্টোপাধ্যায়। আপাতত তাঁর সেই ছবি ঘিরেই মারাত্মক উত্তেজনা। কমেন্ট করেছেন অঙ্কুশ হাজরা, শোলাঙ্কি, অনিন্দ্য চট্টোপাধ্যায়রা।
1/5রবিবারের বারবেলায় সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাল গৌরব চট্টোপাধ্যায়ের এই ছবিগুলো। খালি গা, পরিষ্কার দেখা যাচ্ছে এইট প্যাক অ্যাবস। খোলা রয়েছে প্যান্টের চেনও। চোখে কালো ফ্রেমের চশমা। ছোট পরদার ঋদ্ধিমানের এই হট লুক এখন ঘুম কেড়েছে বেশিরভাগ মহিলা ভক্তের। সত্যি চোখ ফেরানো যাচ্ছে না কিন্তু!
2/5ঋদ্ধির ছবিতে কমেন্ট করেছেন তাঁর ‘গাঁটছড়া’ কো-স্টার, বন্ধু, সাইকেল চালানোর পার্টনার অনিন্দ্য চট্টোপাধ্যায় ওরফে রাহুল। লিখলেন, ‘আরে পাগলা। আগুন লাগিয়ে দিয়েছিস তো।’ অঙ্কুশ লিখলেন, ‘উফফ ভাই ৮টা আছে, দুটো অন্তত ধার দে’। রোহন ভট্টাচার্য লিখলেন, ‘আরে ভাই কেউ এসি অন করো প্লিজ’।
3/5নেট-নাগরিকরা যেই কমেন্টের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছিল, অর্থাৎ ঋদ্ধির খড়ি অর্থাৎ শোলাঙ্কির সেটাও এসেছে। অভিনেত্রী কিছু লিখেননি, শুধু দিয়ে গিয়েছেন কমেন্টে একটা ফায়ার ইমোজি। আর তাতেই সন্তুষ্ট ‘গাঁটছড়া’ ভক্তরা।
4/5আপাতত টিভির দর্শকদের কাছে খুব প্রিয় জুটি খড়ি আর ঋদ্ধি। মানে দর্শকরাও খুব ভালোবাসেন তাঁদের আদরের এই দুই অভিনেতাকে। শোলাঙ্কি আর গৌরবকে নিয়ে মাতামাতিও খুব কম হয় না। এই যেমন আজ একটা রিল শেয়ার করেছিলেন শোলাঙ্কি। আর তাতে সেট থেকে নিজেদের এই ডুয়েটগুলো শেয়ার করেছিলেন। যাতে কমেন্ট করেন গৌরবের বউ দেবলীনাই। লেখেন, ‘আরো ওয়াহ’। যদি সেই কমেন্টের তলায় এক নেট-নাগরিক মজা করেই লেখেন, ‘আসলে দিদি মনে মনে ভাবছে, একবার বাড়ি আসুক তারপর শায়েস্তা করব।’
5/5উত্তম কুমারের নাতি তিনি। তাই একটা আলাদা ভালোলাগা তো আছেই। তবে কেরিয়ারের তালিকাও বেশ লম্বা। ‘দুর্গা’, ‘ঘরে ফেরার গান’, ‘বধূবরণ’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘মহাপীঠ তারাপীঠ’-এর মতো ধারাবাহিকে দেখা মিলেছে তাঁর। সিনেমা আর ওয়েব সিরিজেও অনেক কাজ করেছেন। তালিকায় আছে ‘বাবা বেবি ও’, ‘ভালোবাসার আরেক নাম’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘কে তুমি নন্দিনী’র মতো ছবি। সঙ্গে দেখা মিলেছে ‘চরিত্রহীন’, ‘সেই যে হলুদ পাখি’, ‘বউ কেন সাইকো’, ‘বন্য প্রেমের গপ্পো’তে।