বিনোদন জগতে প্রেম বা দাম্পত্যে ভাঙন বা বিচ্ছেদ নতুন কিছু নয়। চলতি বছরে কিছু তারকা জুটির সম্পর্ক ভাঙার খবরও প্রকাশ্যে এসেছে। কিন্তু এবার খবর সেই ভাঙনের আঁচ নাকি ফের পড়তে চলেছে মহানায়কের নাতির জীবনে? সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন গৌরব-দেবলীনা।
কিছু দিন আগেই ছিল গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারের বিবাহবার্ষিকী। দু'জনেই সমাজমাধ্যমে নিয়ম মাফিক পোস্টও করেছেন। কিন্তু গুঞ্জন তাঁদের সম্পর্কে নাকি ধরেছে চিড়। গৌরব -দেবলীনা রসায়নে নাকি হয়েছে ছন্দপতন! তাঁদের মধ্যে নাকি ছাড়াছাড়া ভাব। তাছাড়াও গুঞ্জন শোনা গিয়েছিল 'তেঁতুলপাতা’র নায়িকা ঋতাব্রতা বসুই নাকি এর নেপথ্যে। তাই দেবলীনা নাকি গৌরবকে ছাড়াই বিদেশে ভ্রমনে গিয়েছিলেন।
চার বছর ধরে সংসার করছেন গৌরব-দেবলীনা। এর আগে কখনও তাঁদের নিয়ে এই ধরনের কোনও গুঞ্জন ছড়ায়নি। ফলে এই গুঞ্জন প্রকাশ্যে আসতেই মন ভেঙেছে অনুরাগীদের। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে গৌরব বললেন, ‘ছোট পর্দায় অভিনয়ের দৌলতে এমনিতেই দিনে ১৫ ঘণ্টা স্টুডিয়োয় থাকতে হয়। ফলে, এক সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ এমনিতেই পাই না। দেবলীনা সে সব মেনে নিয়েছেন। নতুন করে দূরত্ব তৈরি হওয়ার আর সুযোগ কই?’
আরও পড়ুন: ব্রেকআপের গুঞ্জন মিথ্যে করে আবার এক শ্রদ্ধা-রাহুল! ছবি পোস্ট করে সম্পর্কে নায়িকাই দিলেন সিলমোহর?
কিন্তু টেলিপাড়া তো এত সহজে ছাড়ার পাত্র নয়, গুঞ্জন আরও বলছে এর কারণ নাকি ধারাবাহিকের নায়িকা ‘ঝিল্লি’ ওরফে ঋতাব্রতা! আগে কাজ ছাড়া সেটে খুব একটা দেখা না মেলা গৌরব নাকি এখন কাজের ফাঁকে নায়িকার সঙ্গে আড্ডায় মজেন! এই প্রসঙ্গে গৌরব ও ঋতব্রতা দুজনেই দাবি, দিনের অধিকাংশ সময় তাঁরা একসঙ্গে এক জায়গায় থাকেন ফলে তাঁদের মধ্যে কথা হাওয়া বা আড্ডা দেওয়া খুবই স্বাভাবিক।
তাঁদের মতে এটুকু না থাকলে পর্দায় রসায়ন ফোটানো সম্ভব নয়। কেবল অভিনয়ের খাতিরেই এর যতটুকু এর বেশি আর তাঁদের মধ্যে কিছু নেই। গৌরবের মতে, তিনি যে কোনও মানুষের সঙ্গে চট করে মিশে যেতে পারেন না। এই ক্ষেত্রে নায়িকা সেটা সহজ করে দিয়েছেন।
কিন্তু বরকে ছাড়া দেবলীনার একা বেড়াতে গেলেন। এই নিয়ে উত্তমকুমারের নাতির উত্তর, ‘প্রত্যেক বছর ওই সময় মা-বাবার সঙ্গে বিদেশ যায় দেবলীনা। আগের বার গিয়েছিল ইজিপ্ট। তার আগের বছর দুবাই। এ বছর নতুন কিছু নয়।’ নায়কের কথায়, ‘বিনোদন দুনিয়ার মানুষদের বাকিরা সমাজমাধ্যমের পোস্ট দিয়ে বিচার করেন। আমাদের সম্পর্ক নিয়ে সেটা করতে গেলে ঠকতে হবে।’
অন্যদিকে, বরকে ছাড়া একা ঘুরতে যাওয়া প্রসঙ্গে দেবলীনার যুক্তি, ‘আমি তো ছোট থেকেই একা একা বিদেশে ঘুরতে যাই। বিয়ের বছরেও গিয়েছি। তখন কোনও কথা হয়নি। এখন কেন হচ্ছে, সেটা আমিও বুঝতে পারছি না।’ অভিনেত্রীর মতে, অনুরাগীরা তাঁদের নিয়ে যে এত ভাবছেন, তা দেখে ভালো লাগছে তাঁদের দু'জনেই।