জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু' শেষ হয়েছে মাসখানেকও হয়নি তার মধ্যেই নতুন ধারাবাহিক নিয়ে ফিরে এলেন গৌরব রায়চৌধুরী। নতুন ধারাবাহিক মানেই নতুন চরিত্র, নতুন নাম, নতুন চ্যালেঞ্জ। জি বাংলাতেই ফের নতুন ধারাবাহিক নিয়ে ফিরে এলেন গৌরব। তাঁর এই ধারাবাহিকের নাম ‘রাঙা বউ’। এখানে তাঁর বিপরীতে থাকবেন শ্রুতি দাস।
পিলু ধারাবাহিকটি মাত্র আট মাসেই শেষ হয়ে যায়। এই ধারাবাহিকটি নিয়ে নানান বিতর্ক দানা বেঁধেছিল। অনেকেই বলেছিলেন ধারাবাহিকের নাম পাল্টে রঞ্জা করে দেওয়া হোক। হবে নাই বা কেন? পিলুর থেকে যে একটা সময় রঞ্জার চরিত্র বেশি গুরুত্ব পাচ্ছিল। ব্যাস তারপর আর কী! টিআরপি পড়তে শুরু করে এবং তার পরই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। তারপর মাত্র কয়েকদিনের বিরতি নিয়েই ফিরে আসছেন গৌরব।
নতুন কাজ নিয়ে আনন্দবাজারকে কী জানালেন গৌরব? অভিনেতার কথায়, 'এই কাজ আমি একদম নতুন করে শুরু করছি।' এই নতুন শুরুয়াতে অভিনেতা তাঁর লুকও পাল্টে ফেলেছেন। কী করলেন তিনি লুক পাল্টানোর জন্য? তিনি জানান, 'বহুদিন পর দাড়ি কাটলাম। পুরনো ভাব, লুক নিয়ে ফিরতে চাই না।' শুধু তাই নয়, তিনি আরও বলেন, 'পিলু জনপ্রিয়তা হারিয়েছিল তাই শেষ হয়ে গিয়েছে। সেটাই স্বাভাবিক। তাই আর ফিরে তাকাতে চাই না।'
নতুন করে প্রায় বছর খানেকের বেশি সময় পর ফিরতে চলেছে ‘ত্রিনয়নী’ খ্যাত জুটি। শ্রুতি দাস ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমেই তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। তাঁদের জুটিও বেশ জনপ্রিয় হয়েছিল। এই নতুন ধারাবাহিকে তাঁদের জুটি কতটা ম্যাজিক তৈরি করে এখন সেটাই দেখার।