ঋতুকালীন সমস্যা, বা ঋতুস্রাব নিয়ে নানা সময় নানা তারকাকে মন্তব্য করতে দেখা গিয়েছে, সমাজে থাকা বদ্ধমূল ধারণা ভাঙতে নানা সময় নানা কথাই বলেন তাঁরা। কিন্তু এদিন গোবিন্দা কন্যা টিনা যেটা বললেন তাতে রীতিমত হইচই পড়ে গিয়েছে! তাঁর মতে ঋতুকালীন যন্ত্রণা নাকি মানসিক সমস্যা বই কিছুই নয়! আর কী জানালেন তিনি?
আরও পড়ুন: আবিরই 'সেরা' দাবি ভুলে উল্টো সুর রানার গলায়! বললেন, 'বক্স অফিসে সবচেয়ে সফল দেবের সিনেমা'
ঋতুকালীন সমস্যা নিয়ে কী জানালেন টিনা?
সম্প্রতি মা সুনীতা আহুজার সঙ্গে একটি সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন টিনা আহুজা অর্থাৎ গোবিন্দা কন্যা। সেখানেই তিনি ঋতুকালীন স্বাস্থ্য এবং সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে বলেন ঋতুকালীন ব্যথা বা সহজ ভাষায় বললে পিরিয়ড ক্র্যাম্পস নাকি কেবল বড় বড় শহরের মেয়েদের হয়, যেমন মুম্বই, দিল্লি, ইত্যাদি। অন্যান্য ছোট শহরের মেয়েদের এসব হয় না বলেই তিনি জানান। একই সঙ্গে বলেন এই যন্ত্রণা আসলে মানসিক।
হটারফ্লাইকে দেওয়া এই সাক্ষাৎকারে টিনা বলেছেন, 'আমি মূলত চণ্ডীগড়েই থেকেছি। আর দেখেছি এই দিক্কু7, মুম্বইয়ের মেয়েরাই খালি পিরিয়ডের সময়কার ব্যথা নিয়ে কথা বলেন। অর্ধেক যন্ত্রণা তো সেখান থেকেই আসে যে আমি কার সঙ্গে মিশছি, কার সঙ্গে সমস্যা নিয়ে কথা বলছি। যাঁদের ঋতুকালীন ব্যথা হয় না তাঁদেরও এসব গল্প শুনে ব্যথা হয়। এটা মানসিক সমস্যা। পঞ্জাব বা অন্যান্য ছোট শহরের মহিলারা তো বোঝেনই না কখন তাঁদের পিরিয়ড হয় আর কখন শেষ হয়।'
তিনি এদিন একই সঙ্গে বিধান দেন যে কী করলে এই ব্যথা থেকে উপশম পাওয়া যাবে। টিনা বলেন, 'আমার শরীর ভীষণ রকম দেশি। পিঠ ব্যথা হয়। কিন্তু এখানকার মেয়েরা সারাক্ষণ ব্যথা যন্ত্রণা বিয়ে কথা বলতেই থাকে। ঘি খাও, সঠিক ডায়েট মেনে চলি, অকারণ ডায়েট করা ছাড়ো, সঠিক সময় পর্যাপ্ত ঘুমাও তাহলে সব স্বাভাবিক হয়ে যাবে। অধিকাংশ মেয়েরা ভোগে ডায়েটিং করার চক্করে।' তিনি এদিন আরও জানান যে তাঁর বাবা কখনও তাঁকে ডায়েট করার কথা, বা চেহারা সচেতন হওয়া নিয়ে কিছু বলেননি। এদিন মেয়ের কথার সঙ্গে সহমত পোষণ করেন অভিনেতার স্ত্রীও।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো টিনা আহুজা পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি বেশ কিছু সিনেমা এবং সিরিজে অভিনয় করেছেন। তিনি সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড, ড্রাইভিং মি ক্রেজি ইত্যাদি প্রজেক্টে কাজ করেছেন।