বেশ কয়েক মাস ধরে শুনতে পাওয়া যাচ্ছিল, গোবিন্দার সঙ্গে সুনিতা আহুজার খুব শীঘ্রই বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই খবরে মন খারাপ হয়েছিল নেটিজেনদের। এবার করওয়া চৌথ উপলক্ষে স্ত্রীকে এমন একটি উপহার দিলেন গোবিন্দা, যা দেখে চোখ কপালে উঠে গেল সকলের।
ভারতীয় বিবাহিত মহিলাদের কাছে এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান। সারাদিন উপোস থাকার পর রাতে চাঁদ দেখে তবেই স্বামীর হাতে জল খান বিবাহিত মহিলারা। উল্টোদিকে এই দিন স্ত্রীকে বিশেষ উপহার প্রদান করেন প্রত্যেক স্বামী। এই উৎসবটি মূলত অবাঙ্গালীদের উৎসব।
আরও পড়ুন: 'খুব শীগ্রই সেটা জানতে পারবে...', রুক্মিণীকে বিয়ে নিয়ে কী বললেন দেব?
আরও পড়ুন: ভেদাভেদ ভুলে জুবিনকে শ্রদ্ধা পাকিস্তানের, গানে গানে স্মরণ সঙ্গীত শিল্পীকে
এই বিশেষ দিনে প্রত্যেকের মতো গোবিন্দাও স্ত্রীকে দিলেন একটি বিশেষ উপহার। শুক্রবার অর্থাৎ ১০ অক্টোবর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুনিতা। ছবিতে দেখা যায়, গোবিন্দার স্ত্রী পরে রয়েছেন একটি গাঢ় সবুজ রঙের স্যুট। কানে সোনার দুল, হাতে রঙিন চুরি, চুল খোঁপা করে বাঁধা।
তবে এই ছবিতে যদি সব থেকে বেশি নজর কেড়েছে সেটি হল সুনিতার গলার হার। বোঝাই যাচ্ছে এই বিশাল বড় হারটি স্বামীর থেকে করওয়া চৌথ উপলক্ষে পেয়েছেন তিনি। ছবি শেয়ার করে সুনিতা লেখেন, সোনা কিতনা সোনা হে। (হাসির ইমোজি)। মেরা করওয়া চৌথ গিফট আ গেয়া।
ছবি দেখে এক নেটিজেন লেখেন, দুর্দান্ত লাগছে। অসাধারণ। অন্য একজন লেখেন, গোবিন্দ স্যার ভাগ্যবান যে আপনাকে স্ত্রী হিসেবে পেয়েছেন। অন্য একজন লিখেছেন, একেবারে মা লক্ষ্মীর মত দেখতে লাগছে। চতুর্থ একজন লিখেছেন, একেবারে রানীর মতো দেখতে লাগছে আপনাকে।
আরও পড়ুন: বাথরুমে ছেলেকে নিয়ে এ কী করলেন সুদীপ! ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া
আরও পড়ুন: নাগপুরে বন্ধুর হাতে খুন অমিতাভ বচ্চনের সহ অভিনেতা, আটক অভিযুক্ত
গোবিন্দা এবং সুনিতা আহুজার সম্পর্ক
গোবিন্দা এবং সুনিতা আহুজার প্রেমের গল্প শুরু হয়েছিল ১৯৯০-এর দশকে এই অভিনেতা সুপারস্টার হওয়ার অনেক আগেই। অভিনেতার মামার স্ত্রীর বোন সুনিতার সাথে তার দেখা হয়েছিল যখন তাঁরা দুজনেই খুব অল্পবয়স্ক ছিলেন। ১৯৮৭ সালের ১১ মার্চ মিডিয়ার নজর এড়িয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন, এমন এক সময়ে যখন গোবিন্দা তাঁর চলচ্চিত্র কেরিয়ার শুরু করছিলেন।
এই দম্পতির দুটি সন্তান রয়েছে। মেয়ে টিনা আহুজা, যিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ছেলে যশবর্ধন আহুজা, যিনি শীঘ্রই বলিউডে অভিষেক করতে চলেছেন।