বলিপাড়ার অন্যতম স্ট্রং কাপল গোবিন্দা এবং সুনীতা আহুজা। ৩৬টি বসন্ত পেরিয়ে এসেছে তাঁদের এই সম্পর্ক। তখন সদ্য অভিনেতা হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছেন গোবিন্দা। এমন সময় সুনীতার সঙ্গে তাঁর আলাপ। ধীরে ধীরে সেই আলাপ গড়ায় প্রেমে। তবে জানেন কি তিনি যে বিবাহিত এ কথা বিয়ের প্রায় এক বছর পরেও লুকিয়ে রেখেছিলেন এই বলি-নায়ক?
এক সাক্ষাতকরে এই কথা কবুল করার পাশাপাশি কেন তা করেছিলেন, সেকথাও জানিয়েছিলেন গোবিন্দা। সিমি গারেওয়ালের চ্যাট শো-তে একসঙ্গে হাজির হয়েছিল গোবিন্দা-সুনীতা। সেখানেই নিজের বিয়ের প্রসঙ্গে কথা উঠলে একথা স্বীকার করেছিলেন তিনি। পাশাপাশি জানিয়েছিলেন যতদিন পর্যন্ত না তাঁদের কন্যা টিনার জন্ম হয়েছিল ততদিন পর্যন্ত জনমানসে নিজের বিয়ের কথা গোপন রেখেছিলেন গোবিন্দা। কেন এমন করেছিলেন তিনি? বলি-অভিনেতার কথায়, 'তখন ভীষণ ভয় পেতাম এই ভেবে যে যদি একবার দর্শক জানতে পারেন আমি বিবাহিত তাহলে আমার পর্দার ইমেজ নষ্ট হয়ে যাবে। আমার ছবির দর্শক যেমন কমবে তেমন হয়ত কমে যেতে পারে জনপ্রিয়তাও। তাই ভয় পেতাম। এই বিষয়ে নানান মানুষ আমাকে ভয় দেখিয়েছিল। সেসব শুনে বিশ্বাস করেছিলাম।'
তবে তাঁর যে এমন করাটা ভুল হয়েছিল সেদিনই সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছিলেন 'ছোটে মিঞা'। আরও বলেছিলেন কীভাবে বিয়ের পর দীর্ঘদিন নিজের স্ত্রীয়ের সঙ্গে কোথাও ঘুরতে যাননি গোবিন্দা পাছে তাঁর সম্পর্কের কথা জনসমক্ষে ফাঁস হয়ে যায়। সেই সময় কেউ তাঁকে তাঁর সম্পর্কের কথা জিজ্ঞেস করলে নয় সেখান থেকে তিনি চলে যেতেন অথবা কায়দা করে সেই প্রশ্ন কাটিয়ে দিতেন। গোবিন্দার কথায় ,'সেই সময়ে নিজের কেরিয়ারকে একটি পুতুলের মতো আগলে রাখতাম। সবসময় ভয় হত এই বুঝি কেউ কায়দা করে সেটা কেড়ে নেবে আমার থেকে।'