বাংলা নিউজ > বায়োস্কোপ > কেরিয়ারের ক্ষতি হবে, বিবাহিত হিসেবে নিজের পরিচয় দিতেন না গোবিন্দা!

কেরিয়ারের ক্ষতি হবে, বিবাহিত হিসেবে নিজের পরিচয় দিতেন না গোবিন্দা!

গোবিন্দা- সুনীতা আহুজা।

তিনি যে বিবাহিত এ কথা বিয়ের পরেও লুকিয়ে রেখেছিলেন গোবিন্দা। 

বলিপাড়ার অন্যতম স্ট্রং কাপল গোবিন্দা এবং সুনীতা আহুজা। ৩৬টি বসন্ত পেরিয়ে এসেছে তাঁদের এই সম্পর্ক। তখন সদ্য অভিনেতা হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছেন গোবিন্দা। এমন সময় সুনীতার সঙ্গে তাঁর আলাপ। ধীরে ধীরে সেই আলাপ গড়ায় প্রেমে। তবে জানেন কি তিনি যে বিবাহিত এ কথা বিয়ের প্রায় এক বছর পরেও লুকিয়ে রেখেছিলেন এই বলি-নায়ক?

এক সাক্ষাতকরে এই কথা কবুল করার পাশাপাশি কেন তা করেছিলেন, সেকথাও জানিয়েছিলেন গোবিন্দা। সিমি গারেওয়ালের চ্যাট শো-তে একসঙ্গে হাজির হয়েছিল গোবিন্দা-সুনীতা। সেখানেই নিজের বিয়ের প্রসঙ্গে কথা উঠলে একথা স্বীকার করেছিলেন তিনি। পাশাপাশি জানিয়েছিলেন যতদিন পর্যন্ত না তাঁদের কন্যা টিনার জন্ম হয়েছিল ততদিন পর্যন্ত জনমানসে নিজের বিয়ের কথা গোপন রেখেছিলেন গোবিন্দা। কেন এমন করেছিলেন তিনি? বলি-অভিনেতার কথায়, 'তখন ভীষণ ভয় পেতাম এই ভেবে যে যদি একবার দর্শক জানতে পারেন আমি বিবাহিত তাহলে আমার পর্দার ইমেজ নষ্ট হয়ে যাবে। আমার ছবির দর্শক যেমন কমবে তেমন হয়ত কমে যেতে পারে জনপ্রিয়তাও। তাই ভয় পেতাম। এই বিষয়ে নানান মানুষ আমাকে ভয় দেখিয়েছিল। সেসব শুনে বিশ্বাস করেছিলাম।'

তবে তাঁর যে এমন করাটা ভুল হয়েছিল সেদিনই সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছিলেন 'ছোটে মিঞা'। আরও বলেছিলেন কীভাবে বিয়ের পর দীর্ঘদিন নিজের স্ত্রীয়ের সঙ্গে কোথাও ঘুরতে যাননি গোবিন্দা পাছে তাঁর সম্পর্কের কথা জনসমক্ষে ফাঁস হয়ে যায়। সেই সময় কেউ তাঁকে তাঁর সম্পর্কের কথা জিজ্ঞেস করলে নয় সেখান থেকে তিনি চলে যেতেন অথবা কায়দা করে সেই প্রশ্ন কাটিয়ে দিতেন। গোবিন্দার কথায় ,'সেই সময়ে নিজের কেরিয়ারকে একটি পুতুলের মতো আগলে রাখতাম। সবসময় ভয় হত এই বুঝি কেউ কায়দা করে সেটা কেড়ে নেবে আমার থেকে।'

বায়োস্কোপ খবর

Latest News

লাইভ সম্প্রচারে সমস্যা আছে, বেঁকে বসলেন মমতা, ভয় পাচ্ছেন? পালটা চিকিৎসকরা 'এই প্রথমবারের জন্য...', টেক্কার টিজার আসার আগেই বড় আপডেট দিলেন সৃজিত! দেবের ছব আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৩ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল ‘সবার প্রতি আমার…’ পিআর বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অপারশক্তি ‘ মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি, পদ চাইনা, ’, নবান্ন থেকে বার্তা মমতার স্নান পোশাক পরে বালিতে বসে রুক্মিণী! টেক্কার টিজার আসার আগে লিখলেন... 'ইটস টাইম ফর কলকাতা, সেরো ওঠো কলকাতা...', শাকিরার সুরে গান লিখলেন শ্রুতি বাংলা থেকেই রাজ্যসভায়, বুদ্ধের পর চলে গেলেন ইয়েচুরি, শূন্যতা বঙ্গ সিপিএমে জুনিয়র ডাক্তারকে হাতপাখা করছেন বৃদ্ধ, বলছেন, 'পাশে আছি, আন্দোলন চালিয়ে যাও' সেরা ছাত্র থেকে ছাত্রনেতা! বারবার রাজনীতির 'প্রথা' ভেঙেছেন ইয়েচুরি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.