বাংলা নিউজ > বায়োস্কোপ > Govinda Naam Mera song Bijli: 'বিজলি' কিয়ারার সঙ্গে আলাপ করালেন 'গোবিন্দ' ভিকি, কী বললেন প্রেমিকার সম্পর্কে

Govinda Naam Mera song Bijli: 'বিজলি' কিয়ারার সঙ্গে আলাপ করালেন 'গোবিন্দ' ভিকি, কী বললেন প্রেমিকার সম্পর্কে

প্রকাশ্যে এল ‘গোবিন্দ নাম মেরা’ ছবির প্রথম গান ‘বিজলি’

Govinda Naam Mera Song Bijli: প্রকাশ্যে এল ‘গোবিন্দ নাম মেরা’ ছবির প্রথম গান ‘বিজলি’। কিয়ারা-ভিকির জুটি কেমন লাগল দর্শকদের?

‘গোবিন্দ নাম মেরা’ ছবির প্রথম গান প্রকাশ্যে এল। ভিকি কৌশল, কিয়ারা আদবানি, এবং ভূমি পেডনেকরকে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। গোবিন্দ নাম মেরা ছবির যে গান প্রথম প্রকাশ্যে এল সেটা হল ‘বিজলি’। এই গানটি নেহা কক্কর এবং মিকা সিং গেয়েছেন।

ভিকি এই গানে কোলাপুর থেকে আগত কিয়ারার বিজলির সঙ্গে তাঁর পাড়ার সকলের আলাপ করিয়ে দেন। 'কিয়ারা' ম্যাজিকে কতটা মুগ্ধ হলেন সকলে?

এই গানের দৃশ্যে কিয়ারাকে একটি সবুজ রঙের এবং লাল রঙের পোশাকে দেখা যায়। অন্যদিকে ভিকি একটি হলুদ রঙের টিশার্ট এবং লাল শার্ট পরে নায়িকার সঙ্গে নাচে যোগ দেন। তাঁর কপালে একটি সবুজ রঙের ফেট্টি বাঁধা ছিল। একটি পাড়ার মধ্যে এই গানটির শ্যুটিং করা হয়েছে। এই গানের ক্যাচ লাইন হচ্ছে, 'কারেন্ট মারে বিজলি।'

সচিন, জিগরের জুটি এই গানটির কম্পোজিশন করেছে, বায়ু গানটি লিখেছেন। সচিন, জিগরের সঙ্গে নেহা কক্কর এবং মিকা সিং এই গানটি গেয়েছেন। বিজলি গানটিকে তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে ভিকি লেখেন, 'সিজনের সব থেকে ইলেকট্রিফায়িং গানের সঙ্গে নাচার সময় এসে গিয়েছে। বিজলি গানটি প্রকাশ্যে এসে গেল।' ভিকির এক ভক্ত এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'প্রথমবার ভিকিকে কোনও গানে নাচতে দেখলাম।' আরেক ভক্ত লেখেন, 'এনার্জি! অপেক্ষা করতে পারছি না আর।'

২৩ নভেম্বর এই গানের টিজার ভিডিয়ো প্রকাশ্যে আসে। গোবিন্দ নাম মেরা ছবিটি একটি রোমান্টিক, কমেডি থ্রিলার ঘরানার চিভূম এই প্রথমবার অভিনেতাকে কোনও মশলাদার ছবিতে অভিনয় করতে দেখা যাবে। আগামী মাসে গোবিন্দ নাম মেরা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। ছবিটির প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন। ‘হাম্পটি শর্মা কী দুলহানিয়া’, ‘ধড়ক’ সিনেমা খ্যাত পরিচালক শশাঙ্ক খইতান এই ছবির পরিচালনা করেছেন। সর্দার উধমের পর ভিকি কৌশলের এটা দ্বিতীয় ছবি যা সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। আগামী ১৬ ডিসেম্বর ছবিটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছিল।

বন্ধ করুন