গোবিন্দ নাম মেরা ছবির ট্রেলার মুক্তি পেল। অভিনয়ে দেখা যাবে ভিকি কৌশল, কিয়ারা আডবাণী, ভূমি পেডনেকরকে। রবিবার, ২০ নভেম্বর বিকেলে এই ছবির ট্রেলার মুক্তি পেল। ভিকিকে এই ছবিতে একজন ড্যান্সারের চরিত্রে দেখা যাবে। এটি একটি রোমান্টিক, কমেডি এবং একই সঙ্গে থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে। পুরোদমে বিনোদনের মশলা রয়েছে এই ছবিতে। আগামী মাসে ছবিটি ওটিটিতে মুক্তি পেতে চলেছে।
এই ছবির ট্রেলারের একদম শুরুতে গোবিন্দ ওরফে, ভিকি কৌশলকে দেখা যাবে সে মুগ্ধ হয়ে কিয়ারা আডবাণীকে দেখছেন। কিয়ারার পরনে রয়েছে একটি হলুদ রঙের শাড়ি। কিয়ারা তার দিকে আকর্ষণীয় ভঙ্গিতে এগিয়ে আসছেন। কিন্তু এরপরই বোঝা যায় এটা আসলে স্বপ্ন ছিল। আর সেটা স্বপ্ন তাঁর স্ত্রীর লাথি খেয়ে ভেঙে গেল। এই ছবিতে ভূমি পেডনেকরকে দেখা যাবে ভিকি কৌশলের স্ত্রীর চরিত্রে যার নাম গৌরী। গৌরী গোবিন্দকে বেকার বলে ব্যঙ্গ করে। এমনকি এইভাবেই সে গোবিন্দকে তাঁর প্রেমিকের সঙ্গে আলাপ করায়।
যখন গোবিন্দ তাঁর স্ত্রীর উপর বিরক্ত হয়ে তাঁকে ডিভোর্স দিতে বলে তখন সে বলে ২ কোটি টাকা দিলে ছেড়ে যাবে। নইলে নয়। এরপরই এই ছবিতে কিয়ারা আডবাণীর এন্ট্রি হয়। কিয়ারার চরিত্রের নাম সুকু। তিনি পেশায় একজন কোরিওগ্রাফার।
এরপর ট্রেলারে দেখা যায় গোবিন্দ গৌরীর দিকে বন্দুক তাক করে এবং গুলি ছোঁড়ার শব্দ হয়। কিন্তু কার মৃত্যু হয় তাতে? গৌরীর? সেই প্রশ্নের উত্তর তো ছবি দেখলেই মিলবে। ট্রেলারে এই উত্তর পাওয়া যায়নি। যদিও এই খুনের নেপথ্যে গোবিন্দকে সন্দেহ করা হচ্ছে। পুলিশ তাকেই খুনি মনে করছে। তবে কোনও ডেডবডি পাওয়া যায়নি।
শুক্রবার, ১৮ নভেম্বর এই ছবির বেশ কিছু পোস্টার শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। এই তিন তারকার একত্রে একটি পোস্টার প্রকাশ্যে আসে, এবং তাঁদের তিনজনের আলাদা তিনটি পোস্টার দেখা গিয়েছে। এই ছবিতে দেখা যাবে গোবিন্দ বাঘমারের গল্প। তিনি পেশায় একজন জুনিয়র ড্যান্সার। এই ছেলেটির জীবন মোটেই ভালো কাটছে না, তার মাথার উপর অনেক দেনা। অন্যদিকে তার স্ত্রী গৌরী অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়ে। এবং একই সঙ্গে সে গোবিন্দকে মারধর করে। এসবের মাঝে গোবিন্দর জীবনে একটুকরো খোলা বাতাস হচ্ছে তার প্রেমিকা সুকু।
এই ছবিটির প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন। শশাঙ্ক খইতান এই ছবির পরিচালনা করেছেন। তিনি এর আগে হাম্পটি শর্মা কী দুলহানিয়া এবং ধড়ক ছবির পরিচালনা করেছিলেন। ১৬ ডিসেম্বর এই ছবিটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে।