গত মাসের অর্থাৎ অক্টোবরের একদম গোড়ার দিকে বাড়িতেই নিজের হাত থেকে নিজেই গুলি খান গোবিন্দা। তাঁর লাইসেন্সড বন্দুক পরিষ্কার করতে গিয়ে আচমকাই সেটা তাঁর হাত ফসকে পড়ে যায় এবং তখনই বন্দুক থেকে গুলি বেরিয়ে পায়ে লাগে তাঁর। তড়িঘড়ি করে সেই সময় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সার্জারি করে বের করা হয় বুলেট। এরপর কিছুটা সুস্থ হতে হুইলচেয়ারে করে বাড়ি ফেরেন অভিনেতা। ধীরে ধীরে সুস্থ হয়েও ওঠেন। কিন্তু সেই খবর পেতে কী ভেবেছিলেন শিল্পা শেট্টি সেটাই এদিন তিনি কপিল শর্মার শোতে এসে ফাঁস করবেন।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের মঞ্চে না থেকেও ময়ূরীর জন্য উপহার শ্রেয়ার! ভিডিয়ো কলেই গাইলেন কোন গান?
আরও পড়ুন: 'আমি একা নই', বাবার মৃত্যুশোকে কাতর, তবুও ভরত দেব ভার্মার জন্য কী লিখলেন রিয়া?
কী জানালেন গোবিন্দা?
চাঙ্কি পান্ডে এবং শক্তি কাপুরের সঙ্গে গোবিন্দা হাজির থাকতে চলেছেন কপিল শর্মা শোয়ের আগামী একটি পর্বে। সেখানেই গোবিন্দা জানাবেন তাঁর সঙ্গে ঘটা এই দুর্ঘটনার কথা। একই সঙ্গে বলবেন শিল্পা শেট্টির কথা যিনি সেই দুর্ঘটনার পর তাঁকে দেখতে এসেছিলেন। সেই স্মৃতি হাতড়ে এদিন গোবিন্দাকে প্রোমো ভিডিয়োতে বলতে শোনা যায়, 'শিল্পা এসেছিল দুর্ঘটনার পর। এসেই জিজ্ঞেস করে এটা কী করে ঘটল? জানতে চায় তখন আমার স্ত্রী সুনিতা (আহুজা) কোথায় ছিল? আমি যখন জানাই যে সুনীতা সেই সময় মন্দিরে ছিল সেটা শুনেই মশকরা করে শিল্পা বলে ওঠে তাহলে গুলি কে মারল?'
এদিন একই সঙ্গে গোবিন্দা, শক্তি কাপুর, চাঙ্কি পান্ডেকে কপিল শর্মা শোতে এসে নাচ করতে দেখা যায়। আর তাঁদের সেই নাচ দেখে ক্রুষ্ণা অভিষেক মজা করে বলেন, 'অনেক বছর পর দেখা পেয়েছি। আজ আর ছাড়ব না।' এরপর গোবিন্দাকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁকে।
এরপর এদিন ক্রুষ্ণাকে ১৯৯৩ সালের আঁখে ছবি থেকে পোষ্য বাঁদরের কথা মনে করাতে দেখা যায়। তারপরই তিনি জানান যে তাঁর এখনকার পোষ্য হল গাধা। এবং ইঙ্গিত করেন তাঁর সহ অভিনেতা কিকু সরদাকে। কিন্তু গোবিন্দা বলে ওঠেন, 'না না কালো কুর্তা পরে আছে যে সেও একটা গাধা।' বলাই বাহুল্য এদিনের পর্বে ক্রুষ্ণাকেই কালো কুর্তা পরে থাকতে দেখা যাবে।
আরও পড়ুন: স্টার কিড হয়েও কিশোর কুমার কে সেটাই জানতেন না আলিয়া! প্রথম দেখায় রণবীরকে কী প্রশ্ন করেছিলেন
গোবিন্দার আগামী কাজ
গোবিন্দাকে আগামীতে ভাগম ভাগ ছবির সিক্যুয়েল ভাগম ভাগ ২ তে দেখা যাবে। সেই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল।