১৯৯০-এর দশকে গোবিন্দা ছিলেন সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের মধ্যে একজন। একটি বিশাল ফ্যান ফলোয়িং উপভোগ করেছিলেন তিনি। তাঁর এমন ফ্যান ফলোয়িং ছিল যে মহিলারা তাঁর বাড়ির বাইরে এবং ফিল্ম সেটের বাইরে জড়ো হতেন এবং তাঁর স্ত্রী সুনীতার মতে, কেউ কেউ তাঁকে মঞ্চে দেখে অজ্ঞানও হয়ে যেতেন। তিনি আরও প্রকাশ করেছেন যে একবার, একজন মহিলা যিনি অভিনেতার বিশাল ভক্ত ছিলেন তিনি গৃহকর্মী হওয়ার ভান করেছিলেন এবং ২০ দিন তাঁদের বাড়িতে ছিলেন। সুনীতা জানিয়েছেন, ওই মহিলা আসলে একজন মন্ত্রীর মেয়ে।
আরও পড়ুন: (‘কিছু একটা ঘটলে তখন সবার খেয়াল পড়ে...’ আরজি কর আবহে নারী সুরক্ষা নিয়ে কী বললেন রুক্মিণী?)
পডকাস্টে ‘টাইমআউট উইথ অঙ্কিতে’, সুনিতা ইন্ডাস্ট্রিতে তাঁর স্বামীর অভিনয় জীবনের সময় যে ধরনের ফ্যান ফলোয়ার ছিলেন সে সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলেন। ঘটনাটি স্মরণ করে সুনিতা বলেন, ‘এই ফ্যানটি বাড়ির হেল্পার হওয়ার ভান করেছিল এবং সে প্রায় ২০-২২ দিন আমাদের সঙ্গে ছিল। আমি ভেবেছিলাম যে তাঁকে দেখে মনে হচ্ছে সে একটি ভালো পরিবার থেকে এসেছে। আমি আমার শাশুড়িকে বলেছিলাম যে তিনি থালা বাসন বা ঘর পরিষ্কার করতে জানেন না। অবশেষে, আমরা জানতে পারি যে তিনি একজন মন্ত্রীর মেয়ে এবং একজন গোবিন্দ ভক্ত।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমি তখন তরুণ ছিলাম কিন্তু আমার সন্দেহ হয়েছিল। তিনি অনেক রাত অবধি জেগে থাকতেন এবং গোবিন্দের জন্য অপেক্ষা করতেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। অবশেষে, আমি তাঁর একটি ব্যাকগ্রাউন্ড চেক করি। তখন তিনি আমাদের কাছে কেঁদে স্বীকার করেন যে তিনি গোবিন্দার ভক্ত। তারপর তাঁর বাবা এসে তাঁর জন্য চারটি গাড়ি নিয়ে আসে। আমি মনে পড়ে তিনি আমাদের সঙ্গে প্রায় ২০ দিন কাজ করেছেন। এই ধরনের ফ্যান ফলোয়িং ছিল তাঁর।’
আরও পড়ুন: (শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং)
সুনিতা আহুজা ১৯৮৭ সালে গোবিন্দকে বিয়ে করেন। চলচ্চিত্র জগতে তাঁর আত্মপ্রকাশের ঠিক এক বছর পর। গোবিন্দার কেরিয়ারের বিপত্তির ভয়ে, দম্পতি এক বছরেরও বেশি সময় ধরে তাঁদের বিয়ে গোপন রেখেছিলেন। এরপর যখন তাঁদের মেয়ের বয়স প্রায় এক বছর হয় তখন তাঁরা সকলের কাছে তাঁদের বিয়ের কথা ঘোষণা করেন ।