বলিউডের অন্যতম সফল জুটি তাঁরা। চাইল্ডহুড লাভবার্ডসও বলা যায় তাঁদের। দীর্ঘ ৩৭ বছর একসঙ্গে চুটিয়ে সংসার করার পরও এখনও তাঁদের প্রেম কমেনি এতটুকুও। কিন্তু জানেন কি একটা সময় এই সুনিতার সঙ্গেই প্রেম করতে রীতিমত ভয় পেয়েছিলেন গোবিন্দা! এমনকি বিয়ে করার আগেও বেশ দ্বিধায় ভুগেছেন। কিন্তু কেন?
আরও পড়ুন: 'এবার মনে পার্মানেন্ট জায়গা চাই', হঠাৎ কার জন্য প্রকাশ্যে এমনটা লিখলেন ওয়ামিকা?
কী জানালেন?
গোবিন্দা জানিয়েছেন সুনিতার সঙ্গে সম্পর্কে জড়ানোর সময় ভেবেছিলেন এই সম্পর্ক হলে লোকে তাঁকে চাইল্ড মোলেস্টার বলবে! আর সেই কারণেই তিনি প্রথমে বেশ দ্বিধায় ছিলেন ব্যাপারটা নিয়ে। কিন্তু কেন এমনটা ভাবেন? আসলে গোবিন্দা এবং সুনিতা যখন একে অন্যকে পছন্দ করতে শুরু করেন, বা সম্পর্কে যাওয়ার কথা ভাবেন তখন অভিনেতার বয়স মাত্র ২১ আর সুনিতার ১৫। এত অল্প বয়সের জন্যই এমন ভাবনা এসেছিল তাঁর মাথায়। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সুনিতা আহুজা বরাবরই তাঁদের প্রথম আলাপ, সম্পর্ক নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। কখনও রাখঢাক করেননি।
কিন্তু কীভাবে আলাপ হয় গোবিন্দা এবং সুনিতার? অভিনেতার মামীর বোন হন সুনিতা আহুজা। ফলে তাঁরা আগে থেকেই পারিবারিক সূত্রে একে অন্যকে চিনতেন। সুনিতার এক আত্মীয় তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন যে তাঁকে গোবিন্দাকে পটিয়ে দেখাতে হবে। আর সেটা করতেও পেরেছিলেন তিনি। সেই শুরু। ১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনিতা। তখন তাঁদের একজনের বয়স ২৪, আরেকজনের ১৮।
প্রসঙ্গত এর আগে বলিউড বাবলকে দেওয়া একটি সাক্ষাৎকারে গোবিন্দা জানিয়েছিলেন একটি গাড়ির মধ্যে তাঁদের প্রেম শুরু হয়। চলন্ত গাড়িতেই একটি ইভেন্টে যাওয়ার সময় সুনিতা ভুল করে অভিনেতার হাত ধরে নেন। প্রথম ইতস্তত করলেও হাত সরান না গোবিন্দা। উল্টে সেদিনই গাড়িতে তাঁরা একে অন্যকে মনের কথা জানান।
এই বিষয়ে গোবিন্দা জানান, 'ও এত ছোট আর মডার্ন ছিল যে আমি ভয় পাচ্ছিলাম যে এই বয়স প্রেম করতে শুরু করলে লোকজন চাইল্ড মোলেস্টার না বলে বসে। আর তখন ১৫ আর আমার ২১। আমরা খুবই ছোট ছিলাম। আমি ওকে বলেছিলাম তুমি তো অনেক ছোট তুমি জানো কী করছ? জবাবে বলেছিল আমি সব জানি। আমি তোমায় ভালোবাসি।'
আরও পড়ুন: এবার পরোটা বিক্রির সঙ্গে ওয়েব সিরিজেও আসছেন রাজুদা? দেখা মিলবে কোন প্ল্যাটফর্মে?
বর্তমানে সুনিতা এবং গোবিন্দার সুখের সংসার। তাঁদের দুটি সন্তান, মেয়ে টিনা এবং ছেলে যশবর্ধন।