আজ সকালে নিজের বাড়িতেই নিজের বন্দুকের গুলিতে আহত হয়েছেন গোবিন্দা। জানা গিয়েছে গুলি বের করার পর সেলাই করতে হয়েছে ক্ষতয়। এখন কেমন আছেন অভিনেতা? কবে হাসপাতাল থেকে ছাড়া হবে তাঁকে? কী জানা গেল হাসপাতাল সূত্রে?
আরও পড়ুন : পুজোর আগেই কলকাতায় পরপর খুন, টোটা - অনির্বাণের সঙ্গে তদন্তে হাত মেলালেন বলিউডের শান্তনুও!
কেমন আছেন গোবিন্দা?
পায়ে গুলি লাগার পর গোবিন্দাকে মঙ্গলবারই মুম্বইয়ের কৃতি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এদিন তারপর হাসপাতালের তরফে অভিনেতার হেলথ আপডেট দেওয়া হল। তাঁর চিকিৎসক ডক্টর আগরওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন বর্তমানে গোবিন্দার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন। তবে অভিনেতার পায়ে ৮ থেকে ১০ টা মতো সেলাই পড়েছে। কবে ছাড়া হবে তাঁকে? এই প্রশ্নের জবাবে চিকিৎসক জানিয়েছেন, 'আমার মনে হয় বড় জোর দুদিন। তার মধ্যেই ছেড়ে দেওয়া হবে।'
কিন্তু গোবিন্দার ঠিক কোথায় গুলিটা লেগেছে? এই বিষয়ে তিনি জানিয়েছেন হাঁটুর থেকে ঠিক দুই ইঞ্চি নিচে গুলি লেগেছে অভিনেতার পায়ে।
এদিন হাসপাতালে বাবাকে দেখতে আসেন মেয়ে টিনা আহুজা। গোলাপি রঙের পোশাক, ম্যাচিং টুপি, রোদ চশমা পরে গাড়ি করে এদিন তাঁকে হাসপাতালে ঢুকতে দেখা যায়। তবে বাবাকে দেখেই তিনি বেরিয়ে যান। সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি তিনি। অভিনেতার ভাই কীর্তি কুমারও তাঁকে এদিন দেখতে এসেছিলেন। তিনি ভাইয়ের আপডেট দিয়ে জানিয়েছেন, 'ও যদি ঠিক থাকে তাহলে আজকেই ওকে বাড়ি বিয়ে চলে যাব। আমরা খুবই আশাবাদী ওর দ্রুত সুস্থ হয়ে ওঠা নিয়ে। গুলিটা ওর পায়ের বুড়ো আঙুলে লেগেছেন ও যাচ্ছিল তখনই হাত থেকে বন্দুক পরে পায়ে গুলি লাগে।'
আরও পড়ুন : একদিকে ডাকাতি, আরেকদিকে পরিবারের চাপ! রুদ্ধশ্বাস থ্রিল - অ্যাকশনে জমজমাট শিবপ্রসাদ - আবিরের বহুরূপীর ঝলক
আরও পড়ুন : ডোনেশন নয়, মেধার জোরেই ডাক্তার হয়েছেন কিঞ্জল! অনিকেতের আক্রমণের পর প্রকাশ্যে আনলেন WBJEE -র র্যাঙ্ক