গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা সম্প্রতি মা হিসেবে তাঁকে নিজেকে নিয়ে কথা বললেন। জানালেন তাঁর সঙ্গে তাঁর সন্তানদের সমীকরণ কেমন। কেনই বা তিনি তাঁর ছেলে যশকে প্রায় তুলোয় মুড়ে বড় করেছেন। প্রসঙ্গত অভিনেতার দুই সন্তান, একটি মেয়ে, একটি ছেলে। সুনিতা এবং গোবিন্দার দুই ছেলেমেয়ের নাম টিনা এবং যশ।
আরও পড়ুন: 'খুব চোখে লাগছে…' আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার? কুণালের নিশানায় স্বস্তিকা - সৃজিত
কী জানালেন সুনিতা?
টাইমআউট উইথ অঙ্কিত নামক একটি পডকাস্ট শোতে সম্প্রতি অংশ নিয়েছিলেন গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা। সেখানে তিনি জানালেন কেন তাঁর দুই সন্তান টিনা এবং যশবর্ধনের মধ্যে যশকে বেশি আদর, যত্নে বড় করেছেন। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি তাঁদের জীবনে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার কথা মনে করেন। সুনিতা জানান তাঁদের আরও একটি মেয়ে ছিল। কিন্তু সে মাত্র ৩ মাস বয়সেই মারা যায়।
আরও পড়ুন: 'আমার সময় দরকার ছিল...', দীর্ঘ ৯ বছরের বিরতির অবসান ঘটিয়ে বলিউডে ফিরছেন আদনান! কোন ছবিতে প্লেব্যাক করলেন?
সুনিতা জানান, 'যশ একটু আদরের। ও টিনার থেকে ৮ বছরের ছোট। যশের আগে আমার আরেকটা মেয়ে ছিল। কিন্তু ও প্রিম্যাচিওর ছিল, বাঁচেনি। ওর মাত্র ৩ মাস বয়স ছিল যখন মারা যায়। ওর ফুসফুস ঠিক ভাবে তৈরি হয়েছিল না। সেই জন্যই আমি যশকে প্রায় তুলোয় মুড়ে বড় করেছি। আমি খুব ভয় পেতাম ওই ঘটনার পর। আর এখন আমায় ওর সব ইচ্ছে পূরণ করতে হয়।'
তিনি এদিন আরও বলেন, 'আমি ওদের দুজনের উপরই যথেষ্ট কঠোর থাকি। যদিও এখন ওরা বড় হয়ে গিয়েছে। তবে ওরা যখন ছোট ছিল আমি ওদের কখনই কাজের লোকের কাছে ফেলে রাখতাম না। ছেড়ে যেতাম না।'
আরও পড়ুন: একজন ডাকাবুকো, আরেকজন ভীতু! ‘দুই শালিক’ -এ তিতিক্ষা - নন্দিনীর নায়ক হচ্ছেন কারা?
আরও পড়ুন: মৌলবাদের বিরুদ্ধে বারবার গর্জে শাহরিয়ার কবিরের নামেই গণহত্যার অভিযোগ! গ্রেফতার বাংলাদেশি লেখক
কিন্তু কীভাবে শুরু হয় গোবিন্দা এবং সুনিতার প্রেম কাহিনি? এই বিষয়ে স্মৃতি হাতড়ে তিনি বলেন, অভিনেতা যখন বিকমের ফাইনাল ইয়ারে ছিলেন তখন তাঁদের আলাপ হয়। কিন্তু প্রেম ছিল না। কিন্তু পরে তাঁরা একে অন্যর প্রেমে পড়েন এবং বিয়ে করেন।