গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা বরাবরই তাঁর স্পষ্টবাদী ব্যক্তিত্বের জন্য প্রশংসা কুড়িয়েছেন। রেখেঢেকে কথা বলা না-পসন্দ তারকা-পত্নীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা তার প্রেম জীবন, দাম্পত্য থেকে সন্তান এবং বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সেই সাক্ষাৎকারে উস্কে দিয়েছে সুনীতা-গোবিন্দার দাম্পত্যে দূরত্বের কথাও। সুনীতার কথায়, তিনি আর গোবিন্দা প্রায়ই আলাদা বাড়িতে থাকেন। তবে সম্পর্কে কোনো ফাটল নেই। আসলে দুজনের আলাদা বাসায় থাকার কারণ তাদের আলাদা রুটিন। আরও পড়ুন-ধনশ্রীর সাথে ৪ বছরের বিয়ে ভাঙছে যুজি চাহালের? ইনস্টায় সব ছবি ডিলিট, আনফলো পরস্পরকে!
হিন্দি রাশ-কে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘আমাদের দুটো বাড়ি আছে। আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই একটা বাংলো আছে। আমি আমার সন্তানদের নিয়ে একটি ফ্ল্যাটে থাকি। গভীর রাত পর্যন্ত বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটান গোবিন্দা, মিটিং করেন। বাংলোতেই থাকেন গোবিন্দা। তিনি কথা বলতে ভালোবাসেন, তাই যেখানেই ১০ জন মিলিত হয়, সেখানেই আড্ডার আসর জমে। আমি এবং আমার বাচ্চারা বেশি কথা বলি না কারণ আমি মনে করি বেশি কথা বললে শক্তিক্ষয় হয়’। সুনীতা জানান, গোবিন্দা প্রায়ই মিটিংয়ের পর দেরি করে ফেলেন এবং সকালে তাড়াতাড়ি উঠতে হয়। এই কারণেই উভয়ই পৃথক বাড়িতে থাকতেই পছন্দ করে।
গোবিন্দার রোমান্টিক স্বভাবকে কটাক্ষ করে সুনীতা বলেন, ‘আমি ওকে বলেছি, পরের জন্মে ও যেন আমার স্বামী না হয়। আমরা কোথাও যাই না। আমি সেই ব্যক্তি যে চায় স্বামীর সাথে বাইরে যেতে এবং রাস্তার পাশে পানি পুরি খেতে। কিন্তু তিনি এই কাজে কোনওদিন সময় দেননি। আমার মনে পড়ে না যে আমরা কখনও একসাথে সিনেমা দেখতে গিয়েছিলাম।’
গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কটাক্ষ করেন সুনীতা। গোবিন্দা ঘরণী বলেন, গোবিন্দা যখন কেরিয়ারের শীর্ষে ছিলেন এবং সুন্দরী নায়িকাদের সঙ্গে কাজ করতেন কখনও নিরাপত্তাহীনতায় ভোগেননি তিনি। তবে এখন পরিস্থিতি বদলেছে। সুনীতা জানান, ‘আগে কোনও সম্পর্কের ভয় ছিল না, তখন চিচি (গোবিন্দার ডাক নাম) কাজে ব্যস্ত ছিল। আর কথাতেই আছে ষাটের পর লোকের মতিভ্রম হয়। ও তো ষাট পার করে ফেলছে। এখন তা ফাঁকা। কিচ্ছু করে না বসে’।
গোবিন্দা ও সুনীতা দাম্পত্য জীবনের ৩৭ বছর পূর্ণ করেছেন ইতিমধ্যেই। তাদের দুটি সন্তান রয়েছে, টিনা এবং যশবর্ধন আহুজা। বলিউডে চমকপ্রদ কিছু করতে পারেননি টিনা। তবে ছেলে যশকে নিয়ে সুনীতার অনেক আশা। শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।