করোনা আবহে গ্র্যামির মঞ্চেও বেশকিছু হেরফের হয়েছে। তবুও রবিবার রাতে (ভারতীয় সময়ানুসারে সোমবার সকালে) বিশ্ব সংগীতের সবচেয়ে ঐতিহ্যশালী পুরস্কারের আসর বসেছিল লস অ্যাঞ্জেলসের কনভেনশন সেন্টারে। করোনার জেরে বহু শিল্পীর পারফরম্যান্সই এবছর আগে থেকেই রেকর্ড করা ছিল, যা মূল অনুষ্ঠানে সম্প্রচারিত হয়। ৬৩তম গ্র্যামির আসরে নারী শক্তির জয়গান, নমিনেশনের তালিকায় বলে দিয়েছিল এবছর গ্র্যামি হতে চলেছে বিয়ন্সেময়। মূল অনুষ্ঠানেও বিশেষ হেরফের হয়নি। এবছর গ্র্যামির আসরে ইতিহাস রচনা করলেন মার্কিন পপ তারকা বিয়ন্সে এবং টেইলর সুইফট। গায়িকা অ্যালিসন ক্রাউসের রেকর্ড ভেঙে মহিলা শিল্পীদের মধ্যে বিয়ন্সের দখলে এখন সর্বোচ্চ ২৮টি গ্র্যামি পুরস্কার।
অন্যদিকে টেইলর এদিন প্রথম মহিলা শিল্পী হিসাবে তিনবার ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিলেন। ফোকলোর-এর জন্য এই শিরোপা গিয়েছে টেইলর সুইফটের ঝুলিতে। এর আগে মাত্র তিনজন পুরুষ সংগীত তারকা তিনবার এই পুরস্কার জয় করেছেন। অন্যদিকে ১৯ বছরের বিলি আইলিশ জিতে নিয়েছেন ‘রেকর্ড অফ দ্য ইয়ার’-এর পুরস্কার।
এক নজরে গ্র্যামির বিজয়ীরা-
রেকর্ড অব দি ইয়ার: এভরিথিং আই ওয়ান্টেড (বিলি আইলিশ)।
অ্যালবাম অব দি ইয়ার: ফোকলোর (টেলর সুইফট)।
সং অব দি ইয়ার: আই কান্ট ব্রিদ (এইচ.ই.আর)
বেস্ট নিউ আর্টিস্ট: মেগান দি স্ট্যালিয়ন।
সেরা পপ সিঙ্গল পারফরম্যান্স: ওয়াটারমেলন সুগার (হ্যারি স্টাইলস)।
সেরা পপ ডুয়েট/গ্রুফ পারফরম্যান্স: রেইন ওন মি (লেডি গাগা উইথ আরিয়ানা গ্র্যান্ডে)।
সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: আমেরিকান স্ট্যান্ডার্ড (জেমস টেলর)
সেরা পপ ভোকাল অ্যালবাম: ফিউচার নস্টালজিয়া (দুয়া লিপা)।
সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স: ব্ল্যাক প্যারেড (বিয়ন্সে)
সেরা আরঅ্যান্ডবি সং: বেটার দ্যান আই ইমানজিন।
সেরা র্যাপ সং: স্যাভেজ।
সেরা র্যাপ অ্যালবাম: কিংস ডিজিস।
সেরা রক পারফরম্যান্স: শামেইকা (ফিয়োনা অ্যাপল)।
সেরা মেটাল পারফরম্যান্স: বাম রাস (বডি কাউন্ট)।
সেরা রক গান: স্টে হাই (ব্রিটনি হাওয়ার্ড)
সেরা রক অ্যালবাম: দ্য নিউ অ্যাবনরমাল।


ব্ল্যাক প্যারেড গানের জন্য কেরিয়ারের ২৮তম গ্র্যামি জিতে উচ্ছ্বসিত বিয়ন্সে। গত বছর জুন মাসে এই গান মুক্তি পেয়েছিল। গোটা বিশ্বের কৃষ্ণাঙ্গ মানুষের উত্সর্গ করে এই গান তৈরি করেছিলেন কৃষ্ণাঙ্গ পপ তারকা বিয়ন্সে।
পুলিশকর্মীর দ্বারা কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার বিরুদ্ধে প্রতিবাদে লেখা H.E.R-এর গান ‘আই কান্ট ব্রিদ’ সেরা গানের শিরোপা জিতেছে গ্র্যামির মঞ্চে।