এক মাস বয়স হল সোনম কাপুর এবং আনন্দ আহুজার ছেলে বায়ু কাপুর আহুজার। এখন ছেলেকে নিয়েই দিন কাটছে সোনমের। ছেলের এক মাস বয়সের মাথায় ছবি শেয়ার করেছেন সোনম এবং আনন্দ। মুখ প্রকাশ্যে না আনলেও পুত্র সন্তানের নাম বায়ু কাপুর আহুজা রেখেছেন তা জানিয়েছেন।
একরত্তি বায়ুকে নিয়ে মুম্বইয়ে বাপের বাড়িতে রয়েছেন সোনম। বায়ুর ঘর দেখতে কেমন, সেই ঝলকই নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন দিদা মাহিপ কাপুর। সম্পর্কে সোনমের কাকি হন মাহিপ। সোনমের কাকা সঞ্জয় কাপুরের স্ত্রী তিনি। আরও পড়ুন: জেহ-র হাত ধরে কেক কাটলেন, করিশ্মার সঙ্গে ম্যাচিং পোশাক! করিনার জন্মদিনের ছবি
ছবিতে দেখা গিয়েছে একরত্তির ঘরে প্রবেশের কাঠের দরজার ঝলক। রঙিন বানরের শিকল দিয়ে সাজানো। এর পাশে দুটি বড় আয়নাও রয়েছে। মাহিপ কাপুর পোস্টে লিখেছেন, ‘বায়ু কাপুর আহুজার রুম #socute।’ আরও পড়ুন: ২৫টি নতুন সিরিজের ঘোষণা হইচই-এর, OTT-তে পা রাখবেন রাজ, অরিন্দম, শুভশ্রীও
পুত্র সন্তানের নাম কেন বায়ু কাপুর আহুজা রেখেছেন? জানিয়েছেন, এই নামের অন্তর্নিহিত অর্থ বায়ুর শক্তি ও সাহস। গত ২০ অগস্ট ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন সোনম। সদ্যোজাতকে নিয়ে মুম্বইয় বাপের বাড়িতে রয়েছেন নায়িকা। আরও পড়ুন: নেচে মুগ্ধ করলেন মাধুরী, এখনই শাশুড়ি হতে প্রস্তুত? প্রকাশ্যে ‘মাজা মা’র টিজার
পরিবারে নতুন সদস্যের আগমনের কথা জানিয়ে নেটমাধ্যমের পাতায় লিখেছিলেন, '২০.৮.২০০-এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু আর পরিবারকে অনেক ধন্যবাদ এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। জানি এটা শুরু তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল। – সোনম আর আনন্দ।’
২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম আর আনন্দ আহুজা। পঞ্জাবি রীতি মেনে মুম্বইতে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। ২০২২ সালের মার্চে প্রথম প্রেগন্যান্সির ঘোষণা করেন তাঁরা। বেবিমুনে ইতালিতে গিয়েছিলেন সোনম-আনন্দ।
কাজের সূত্রে সোনমকে আগামিতে দেখা যাবে ‘ব্লাইন্ড’ ছবিতে, পরচালনায় সোমি মাখিজা। সোনম ছাড়াও এই ছবিতে রয়েছেন পূরব কোহলিও, বিনয় পাঠক, লিলেট দুবে।