বাংলা নিউজ > বায়োস্কোপ > Comedian Parag Kansara dies: প্রয়াত ‘বম্বে টু গোয়া’ খ্যাত কমেডিয়ান-অভিনেতা পরাগ, হৃদরোগই কেড়ে নিল প্রাণ

Comedian Parag Kansara dies: প্রয়াত ‘বম্বে টু গোয়া’ খ্যাত কমেডিয়ান-অভিনেতা পরাগ, হৃদরোগই কেড়ে নিল প্রাণ

গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের কমেডিয়ান পরাগ কানসারা প্রয়াত।

Comedian Parag Kansara dies: গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের কমেডিয়ান পরাগ কানসারা প্রয়াত। মেডিয়ান সুনীল পাল তাঁর কাজের কথা স্মরণ করে একটি আবেগপ্রবণ ভিডিয়ো শেয়ার করেছেন। সুনীল তাঁর ভিডিয়োতে প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব সম্পর্কেও কথা বলেছেন, যিনি ২১শে সেপ্টেম্বর মারা গিয়েছেন।

কমেডিয়ান পরাগ কানসারা প্রয়াত। কৌতুক অভিনেতা সুনীল পাল বুধবার ইনস্টাগ্রাম পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান তিনি। প্রয়াত কৌতুক অভিনেতার সঙ্গে কাটানো সময়ের কথা স্মরণ করেছেন সুনীল। কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিলেন পরাগ কানসারা।

সুনীল শেয়াপ করা ভিডিয়োতে জানিয়েছেন, ‘নমস্কার বন্ধুরা! আরেকটি দুঃসংবাদ। আমাদের মন ভেঙে গিয়েছে। লাফটার চ্যালেঞ্জের আমাদের ষষ্ঠ সঙ্গী পরাগ কানসারা প্রয়াত। তিনি স্রোতের বিপরীতে চলা একজন ব্যক্তিত্ব। জিনিসগুলিকে অন্যভাবে ভাবতেন এবং আমাদের হাসাতেন। তাঁর পরিবার? এ বিষয় কিছু এখনও জানিনা আমি।’ আরও পড়ুন: জেনিফার, শাকিরার পর এবার কাতার বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করবেন ‘দিলবার’ নোরা

পরাগ এবং তার কাজের কথা স্মরণ করে সুনীল বলেন, ‘পরাগের সঙ্গে আমার স্মৃতিগুলি তাজা। তিনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন। আমি তাঁর সঙ্গে বম্বে টু গোয়া, ভাবনাও কো সমঝো সিনেমা করেছি। আমরা একসঙ্গে শত শত টিভি শো এবং হাজার হাজার লাইভ শো করেছি। তিনি একজন মহান শিল্পী ছিলেন - গুজরাটি ছিল তাঁর মাতৃভাষা এবং তিনি ভাদোদরায় থাকতেন। সার্কাসেও কাজ করেছেন। তাঁর আত্মার জন্য এবং তাঁর পরিবারের জন্য প্রার্থণা করুন।’ আরও পড়ুন: Yuvaan: ঢাক বাজা, কাঁসর বাজা, উলু দে.. বিজয় দশমীতে ট্রেন্ডে গা ভাসালো রাজ-পুত্র ইউভান

সুনীল তাঁর ভিডিয়োতে প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব সম্পর্কেও কথা বলেছেন। তিনি আরও বলেন, ‘সেরা কৌতুক অভিনেতা, কমেডির স্তম্ভ চলে যাচ্ছে। আমরা সবেমাত্র রাজু শ্রীবাস্তবকে হারিয়েছি এবং আমরা এখনও তাঁর মৃত্যুকে মেনে নিতে পারিনি। আমরা এখনও তার কৌতুক মনে করি এবং হাসি। সত্যি কথা হলো তিনি শারীরিকভাবে আমাদের সঙ্গে নেই।’

সুনীল ঈশ্বরের কাছে বিশ্বের কৌতুক অভিনেতাদের বাঁচানোর জন্য অনুরোধ করেছেন এবং প্রত্যেককে নিজের পাশাপাশি তাঁদের চারপাশের মানুষের যত্ন নেওয়ার জন্য অনুরোধ করেছেন।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো-অদ্রিজারা মহাষষ্ঠীর দিনটি কেমন যাবে? পাবেন কোনও ভালো খবর? জানুন ৯ অক্টোবরের রাশিফল তৃণমূল সাংসদের সন্তান সম্পর্কে কুকথা, হাততালি দিয়ে ধৃত ২ তরুণী, তদন্তে সিবিআই পুজোর কলকাতায় মিছিল চিকিৎসকদের, ঠাকুর দেখতে বেরিয়ে উঠল স্লোগান,উই ওয়ান্ট জাস্টিস রাত পোহালেই মহাষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন দিনটির শুভেচ্ছাবার্তা, কী লিখবেন? 'ব্রা ঢেকে রাখো', কেন আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে? ব্যাটারিই কালপ্রিট! হাতের মুঠোয় থাকা হরিয়ানায় হেরে দাবি কংগ্রেসের, ‘আমরা হারিনি’ নিজের বাড়িতেই খুন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, ব্যারাকপুরে তদন্তে পুলিশ, কারণ কী? মুলতালে শতরান ৩ পাক ব্যাটারের! পাল্টা লড়াই শুরু ইংরেজদেরও…বড় রানের লক্ষ্যে রুট ফুচকাওয়ালার স্টল ফেলে ভেঙে দিলেন সিংঘি পার্কের কর্মকর্তারা, ঘটনা ঘিরে শোরগোল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.