সদ্যই শুরু হয়েছে স্টার জলসার নতুন মেগা গৃহপ্রবেশ। সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে উষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়কে। অল্প দিনেই দর্শকদের মন কেড়েছে এই মেগা। এবার চ্যানেলের তরফে যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে তাতে জানা গেল এবার সিরিয়ালের গল্পে আসতে চলেছে এক বড়সড় টুইস্ট
আরও পড়ুন: অস্কারের দৌড়ে রয়েছেন বিক্রম ঘোষও! গান মনোনীত হতেই আবেগঘন শিল্পী বললেন 'আমাদের ভালোবাসার ফসল...'
কী ঘটতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে?
এদিন স্টার জলসার তরফে একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে গৃহপ্রবেশ সিরিয়ালের। সেখানেই দেখা যাচ্ছে আদৃতের বাড়িতে তাঁর বিয়ের তোড়জোড় চলছে। তাঁর হবু স্ত্রী জিনিয়া তাঁর বিয়ের গাউন ট্রাই করে দেখছেন। সঙ্গে আছেন শুভলক্ষ্মী, আদৃতের মা, ঠাকুমা। সেই সময় আদৃতকে ডাকার কথা বলেন নায়কের ঠাকুমা। শুভলক্ষ্মী তাঁর আদৃত দাকে ডাকতে বাইরে আসে। তখনই নায়ককে তাঁর মনের কথা বলতে শোনা যায়।
আরও পড়ুন: নিজের হাতে আঁকা আরজি কর নির্যাতিতার ছবি উপহার লগ্নজিতাকে, তবুও কেন সেটা ঘরের ভিতর রাখতে নিষেধ করলেন সনাতন দিন্দা?
আদৃত শুভলক্ষ্মীকে জানাবে যে তাঁর মনে হচ্ছে সে একটা ভুল করছে। জিনিয়াকে বিয়ে করা ঠিক হচ্ছে না, সে তাঁর জন্য নয়। বরং সে অন্য কাউকে ভালোবাসে। শুভ যখন জানতে চায় যে আদৃত কাকে ভালোবাসে সে অকপটে। জানিয়ে দেবে শুভলক্ষ্মীকে। কিন্তু এই ভালোবাসার ডাকে সাড়া দেবেন কি নায়িকা? উত্তরটা সময়ই বলবে।
গৃহপ্রবেশ প্রসঙ্গে
বহুদিন পর এই ধারাবাহিকের হাত ধরে আবার ছোট পর্দায় ফিরলেন উষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়। সুস্মিতকে শেষবার বরণ ধারাবাহিকে দেখা গিয়েছিল। উষসীও বর্তমানে সিরিজ, সিনেমায় কাজ করছিলেন মূলত। তাঁদের এই নতুন জুটি যে দর্শকদের মনে ধরেছে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে সুস্মিতের মায়ের চরিত্রে আছেন রেশমি সেন। এই সিরিয়ালটি রোজ রাত সাড়ে ৮ টা নাগাদ সম্প্রচারিত হয়।