এদিন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি আইবুড়োভাতের ঠিক আগের দিন মধ্যরাতে কনের বাড়িতে এসে চমকে দিয়েছেন। শুধু তাই নয়, বলিউডি কায়দায় নেচে তাক লাগিয়েছেন তিনি। আর নিমেষেই সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: দোরগোড়ায় গ্র্যান্ড ফিনালে, অঙ্কনার গানে অখুশি শান্তনু! বললেন, 'চেয়ারে মনোযোগ দিস না, গানটা...'
আরও পড়ুন: ভাষা দিবসে প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা শোভনের, নতুন সাজে কোন চমক নিয়ে আসছে আমি বাংলায় গান গাই?
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক মহিলা সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামছেন। দরজা খুলতেই দেখা গেল একদল ছেলে দরজার সামনে দাঁড়িয়ে। আর তাঁরা কুছ কুছ হোতা হ্যায় ছবিটির সজনজি ঘর আয়ে গানটিতে নাচ করছেন একেবারেই বলিউডি কায়দায়। ভাবুন, মধ্যরাতে বাড়ির সামনে রাস্তায় হবু বর কনের জন্য নাচছেন! শুধু তাই নয়, হবু স্ত্রীর জন্য তিনি হাতে করে ফুলের তোড়াও এনেছেন। স্বাভাবিক ভাবেই খুশিতে ফেটে পড়েন সেই মহিলা। হবু স্বামীকে জড়িয়ে কেঁদে ফেলেন তিনি। আর সেই মুহূর্তের ভিডিয়ো ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। পোস্ট করেছেন খোদ কনে। সেখান থেকেই জানা গেল তিনি পেশায় মেকআপ আর্টিস্ট। নাম সুপর্ণা।
তিনি এদিন এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আপনি যখন দারুণ লাকি হন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে জীবনে পেয়ে। এই দিনটা ছিল আমার বিয়ের আগের রাতের। মধ্যরাতের চমক ছিল এটা।'
কয়েক লক্ষ বার দেখা হয়েছে এই ভিডিয়ো। পেয়েছে ৪ মিলিয়ন লাইক, ৩০ হাজার শেয়ার করা হয়েছে। বহু মানুষ মন্তব্য করেছেন।
আরও পড়ুন: ধনশ্রীকে ৬০ কোটি খোরপোষ চাহালের? জল্পনা রটতেই যুজিকে টিপস সমাজসেবীর! বললেন, 'হুমকি পেয়ে এভাবে...'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এসব মানুষ কোথায় পাওয়া যায়? আমি তো খালি ধোঁকাই খাই।' আরেকজন লেখেন, 'কী মিষ্টি ভিডিয়োটা। মেয়েটা কী ভীষণ খুশি। ভালো থাকুক দুজনে।' তৃতীয় জন লেখেন, 'সোশ্যাল মিডিয়ার অন্যতম মিষ্টি ভিডিয়ো। কারও যেন নজর না লাগে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'মেয়েটা সত্যিই ভীষণ ভাগ্যবতী।'