ছবিতে যে তিন খুদেকে দেখা যাচ্ছে তাঁরা তিনজনই কিন্তু টলিউডের খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রী। সম্প্রতি এক সঙ্গে একটি ছবিতে কাজও করেছেন। দেখুন তো চিনতে পারছেন তাঁদের? পারলেন না? আচ্ছা আরও একটু হিন্ট দিচ্ছি, এখানে একজনের বাবাও প্রবাদপ্রতীম অভিনেতা ছিলেন টলিউডের। আর বাকি দুজনের মধ্যে গভীর সম্পর্ক আছে। কী পারলেন এবার? হ্যাঁ, ছবির তিন খুদে হলেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র।
ছবিতে ছোট্ট স্বস্তিকা মুখোপাধ্যায়কে তাঁর বাবা সন্তু মুখোপাধ্যায়ের কোলে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পরনে লাল সাদা চেকের ফ্রক, পায়ে জুতো মোজা। অন্যদিকে রুক্মিণী মৈত্রকে ফ্রক পরে, ঝুঁটি বেঁধে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত দেব, স্বস্তিকা এবং রুক্মিণীকে একসঙ্গে টেক্কা ছবিতে দেখা গিয়েছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দেবকে একজন সাফাইকর্মীর চরিত্রে দেখা গিয়েছে। রুক্মিণী মৈত্র ধরা দিয়েছেন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে স্বস্তিকাকে একটি কোম্পানির উচ্চ পদস্থ কর্মী হিসেবে দেখা গিয়েছে। বক্স অফিসে দারুণ হিট করেছে ছবিটি। গল্পে রয়েছে দারুণ টুইস্টও।
দেব, রুক্মিণীর আগামী কাজ
দেবকে আগামীতে খাদান ছবিতে দেখা যাবে। শীতের ছুটিতে মুক্তি পাবে সেই ছবি। এছাড়া আগামী বছর আসছে তাঁর প্রতীক্ষা। পাইপলাইনে আছে রঘু ডাকাত, ইত্যাদিও।
অন্যদিকে রুক্মিণী মৈত্রকে আগামীতে নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে। আগামী বছরের একদম গোড়ার দিকে মুক্তি পাবে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত সেই ছবিটি। এছাড়াও সদ্য ঘোষিত হয়েছে তাঁর আরও একটি ছবি হাঁটি হাঁটি পা পা। সেখানে চিরন্তন সম্পর্কের কথা উঠে আসবে।