ছবিতে থাকা এই ছোট্ট মেয়েটি কিন্তু বর্তমানে একজন অভিনেত্রী। শুধু তাই নয় তিনি কিন্তু একজন তৃণমূল বিধায়কের স্ত্রীও। শুধু তাই নয়, তিনি সদ্যই মা হয়েছেন। দেখুন তো ছবি দেখে চিনতে পারছেন বধূবেশে থাকা ছোট্ট মেয়েটিকে? পারলেন না? আচ্ছা আরও একটু আভাস দিই, তিনি তাঁর স্বামীর তৃতীয় স্ত্রী, এবং দুজনের বয়সের ফারাক ২৩ বছরের বেশি। এবার পারলেন? হ্যাঁ, ইনি হলেন শ্রীময়ী চট্টরাজ। এদিন নিজেই ছোটবেলার এই ছবিটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কাঞ্চন পত্নী।
আরও পড়ুন: গল্প বলতে প্রস্তুত দেব, কিন্তু জানেন কি রঘু ডাকাতের সঙ্গে যোগ রয়েছে এই গায়ক-অভিনেতার, কে বলুন তো?
শ্রীময়ীর ছোটবেলার ছবি
এদিন শ্রীময়ী যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে সোনালি রঙের ঘাঘরা পরা। মাথায় লাল চেলির ওড়না। গলায় ঝুলছে সোনালি হার সহ ফুলের মালা। কানে হাতেও সোনালি গয়না। মাথায় টিকলি, ফুলের মুকুট। লিপস্টিক পরা, চোখে কাজল। কপালে টিপ। ছোটবেলার এই ছবিটি পোস্ট করে শ্রীময়ী লেখেন, 'ছোট্ট শ্রীময়ী।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। তৃণমূল বিধায়কের তৃতীয় স্ত্রী তিনি। গত বছরই গোড়ার দিকে পিঙ্কির সঙ্গে ডিভোর্স হয় কাঞ্চনের। তারপর ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ী এবং কাঞ্চন আইনি বিয়ে সারেন। মার্চে হয় তাঁদের সামাজিক বিয়ে। তাঁদের দুজনের বয়সের ফারাক ২৩ বছরের বেশি। এত বয়সের ফারাকের জন্য নানা সময় তাঁদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাতে থোড়াই কেয়ার করেন তাঁরা।
২০২৪ সালেই নভেম্বর মাসে বাবা, মা হন শ্রীময়ী, কাঞ্চন। তাঁদের দুজনের সংসার বেড়ে তিনজনের হয়েছে। ভূমিষ্ট হয়েছে তাঁদের মেয়ে কৃষভি। যদিও এখনও সেই একরত্তির মুখ দেখাননি এই তারকা জুটি।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের টপ ৮-এ ৪ বাঙালি! করণের উপস্থিতিতে সেমি ফাইনাল থেকে ফাইনালে জায়গা পাকা করলেন কারা?