২০০৩ সালের কথা। হিন্দি ছবিতে সেই সময় বোল্ড দৃশ্য খুব কমই দেখা যেত। ছেলেমেয়েরা ছিল না ফোনে অভ্যস্থ, তাই নীল ছবি দেখার তেমন সুযোগ থাকত না। তবে তরুণ তরুণীদের দুধের স্বাদ ঘোলে মেটাতে এলেন এমন একজন নায়িকা, যার প্রেমে পরে গেল গোটা একটা তরুণ প্রজন্ম।
মুক্তি পেল এমন একটি সিনেমা, যে ছবি বোল্ডনেসের সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। এই সিনেমায় এক বা দুটি নয়, পুরো ১৭টি চুম্বনের দৃশ্য, যার জন্য সেই সময় ছবিটি নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। শুধু ছবিটি নয়, এই সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে যান সিনেমার নায়িকা।
আরও পড়ুন: ‘নাদানিয়া’-য় অভিনয় করে কটাক্ষের শিকার ইব্রাহিম, সামাল দিতে কোন গান ধরলেন করণ?
আরও পড়ুন: মেয়েকে জড়িয়ে ধরে চুমু আমিরের, 'গোপনীয়তা বজায় রাখুন…', কেন বললেন ভক্তরা?
এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কোন সিনেমা আর কোন নায়িকার কথা বলা হচ্ছে? কথা হচ্ছে মল্লিকা শেরাওয়াত ও তাঁর সিনেমা ‘খোয়াইশ’- এর কথা। সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন মল্লিকা শেরাওয়াত এবং হিমাংশু মালিক।
সেই সময় এই সিনেমাটি নিয়ে খুব হইচই পড়ে গিয়েছিল। ছবির গল্পের চেয়ে ছবিতে থাকা ১৭টি চুম্বনের দৃশ্য বেশি আলোচিত হয়েছিল। আজ থেকে প্রায় ২২ বছর আগে যখন অভিনেত্রীরা ইন্টেমেট দৃশ্যে অভিনয় করতে সংকোচ বোধ করতেন এবং সেই সময়ে মল্লিকা সাহসের সব সীমা ছাড়িয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন: 'এটা দুর্গাপুজো নয়...', বাবার কাজে পাপারাৎজিদের কেন এ কথা বললেন অয়ন?
আরও পড়ুন: পুরীর মন্দিরে পুজো দিতে গিয়ে সমস্যায় হেমা, অভিযোগ দায়ের সিংহদ্বার থানায়
বক্স অফিস সংগ্রহ
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২.৫ কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৫.১৯ কোটি টাকা আয় করেছিল। এই সিনেমা মুক্তির ঠিক পরের বছর অর্থাৎ ২০০৪ সালে ‘মার্ডার’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান মল্লিকা।