বাংলা নিউজ > বায়োস্কোপ > Pathaan Release: 'আগুন জ্বলবে'- পাঠান নিয়ে হুমকি হল মালিকদের, গ্রেফতার গুজরাটের যুবক

Pathaan Release: 'আগুন জ্বলবে'- পাঠান নিয়ে হুমকি হল মালিকদের, গ্রেফতার গুজরাটের যুবক

পাঠান নিয়ে হুমকি হল মালিকদের, গ্রেফতার গুজরাটের যুবক

Pathaan Release: ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে পাঠান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কিন্তু বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না এই ছবিকে ঘিরে! এবার প্রেক্ষাগৃহের মালিকদের হুমকি দিলেন এক গুজরাটের যুবক।

পাঠান আর বিতর্ক যেন এখন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। একটার নাম করা মানেই আরেকটাকে বোঝানো! বিতর্ক কিছুতেই এই ছবির পিছু ছাড়ছে না। নতুন করে ফের আরও একটি বিতর্ক সৃষ্টি হল এই ছবিকে নিয়ে। গুজরাটের প্রেক্ষাগৃহে পাঠান ছবিটি দেখানো হলেই নাকি সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এমনই হুমকি দিয়ে গ্রেফতার হল এক ৩৩ বছর বয়সী যুবক।

এই যুবক ভিডিয়ো করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এবং ভিডিয়োতে তিনি স্পষ্টই হল মালিকদের হুমকি দিয়ে বলেন যে হলে এই ছবি দেখানো হবে সেখানে আগুন জ্বলবে। তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

এই যুবকের নাম সানি শাহ, ওরফে তৌজি। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিয়ো পোস্ট করে হুমকি দেন। পুলিশের তরফে জানানো হয় তাঁর এই হুমকির জেরে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে পারে। যেহেতু তিনি হিংসা ছড়ানোয় ইন্ধন জোগাচ্ছেন সেহেতু তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে আরও জানানো হয় করণি সেনার প্রাক্তন সদস্য হলেন এই সানি শাহ। পুলিশ তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইতিমধ্যেই। জানা গিয়েছে এই ফোন দিয়েই তিনি সেই ভিডিয়ো বানিয়েছিলেন। শুধু তাই নয়, সেগুলো তিনি সমস্ত হল মালিকদের কাছেও পাঠিয়েছিলেন। পুলিশি হেফাজতে আছেন এই যুবক।

এটাই প্রথমবার নয়। এর আগেও পাঠান ছবিটিকে ঘিরে রণক্ষেত্রর চেহারা নিয়েছিল গুজরাট। আহমেদাবাদের এক মলে ঢুকে সেখানকার মাল্টিপ্লেক্সে পাঠান ছবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়। বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। আর এই বিতর্কের যত সূত্রপাত বেশরম রং গানটিকে ঘিরেই। গত ১২ জানুয়ারি গানটি মুক্তি পায়, তারপর থেকেই দীপিকার পোশাক এবং তার রং নিয়ে প্রতিবাদ জানাতে থাকে বজরং দল।

সেন্সর বোর্ড থেকে সবুজ সংকেত পেলেও, খোদ প্রধানমন্ত্রী এই ছবির বিরোধিতা করতে বারণ করলেও কোনওভাবেই যেন বিতর্ক থামছে না এই ছবি নিয়ে। নরেন্দ্র মোদী কিছুদিন আগেই দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা দেন তাঁরা যেন এই ছবিকে নিয়ে অহেতুক বিতর্ক তৈরি না করেন। কিন্তু তারপরও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তবে কি ছবি মুক্তি নিয়ে অশান্তি হবেই? প্রশ্নটা থেকেই যাচ্ছে।

দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, জন আব্রাহাম অভিনীত পাঠান ছবিটি আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। এই সিদ্ধার্থ আনন্দের এই ছবির অগ্রিম টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর তাতেই দুর্দান্ত সাড়া পেয়েছে এই ছবি। ফলে শাহরুখের কামব্যাক যে দুরন্ত হতে চলেছে তেমনটা বোধহয় বলাই যায়!

বন্ধ করুন