সম্প্রতি একটি ১৯ সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন। তাঁরা ইদ প্রসঙ্গে সেই ভিডিয়োতে কথা বলছিলেন। গত মঙ্গলবার এই ভিডিয়ো ভাইরাল হওয়ায় হইচই শুরু হয়ে যায় যে জেলে বসে কী করে অপরাধীরা নিজেদের মতো কাজকর্ম করতে পারছে! এরপর গুজরাট পুলিশ তাদের বক্তব্য প্রকাশ্যে এনেছে।
গুজরাট ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে এই ভাইরাল ভিডিয়োটি প্রায় বছর দেড়েক না দুইয়েক আগে রেকর্ড করা হয়েছে। এবং সেটা মোটেই গুজরাটের সবরমতী জেলে বসে নয়। বর্তমানে সেখানেই বন্দি হিসেবে আছেন লরেন্স বিষ্ণোই। ক্রাইম ব্রাঞ্চের একজন কর্তা জানিয়েছেন 'এর আগে যে জেলে ও বন্দি হিসেবে ছিল সেখানকার কোথাও ভিডিয়ো হতে পারে সে দিল্লি তিহার জেল থেকে শুরু করে পঞ্জাবের ভাটিন্ডার সেন্ট্রাল জেল যা খুশি হতে পারে। আমরা তদন্ত করে দেখছি বিষয়টা যে কোথায় বসে এই ভিডিয়ো কল করা হয়েছিল। কিন্তু এটা গুজরাটে বসে বানানো হয়নি।'
আরও পড়ুন: ৬৩০০ কোটির সম্পত্তি নিয়ে ভারতের সবথেকে বিত্তশালী অভিনেতা শাহরুখ!আয়ের নিরিখে সেরা ১০-এ আছেন কারা?
আরও পড়ুন: 'লক্ষ্য'-র ২০ বছর পার, দর্শকদের চমক দিয়ে ফের হলে মুক্তি পাচ্ছে হৃতিকের ছবি! কবে-কোথায় দেখা যাবে?
ইতিমধ্যেই গুজরাটের হোম মিনিস্টার হর্ষ সংঘভি গোটা বিষয়টার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ভাইরাল ভিডিয়োতে শাহজাদ বিষ্ণোইকে জানাচ্ছেন যে আরবে ইদ পালিত হয়ে গিয়েছে। এবার পাকিস্তানে সেটা পালন করা হবে।
আরও পড়ুন: 'মারাত্মক দেমাক কিয়ারার', খারাপ ব্যবহারের স্মৃতি হাতড়ে চাঞ্চল্যকর দাবি বিমানসেবিকার
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে তৃতীয়বার বিয়ে সেরেছেন, আরশাদের পাশে দাঁড়ানো সুন্দরীর পরিচয় জানলে চমকে উঠবেন!
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, পঞ্জাবের বিখ্যাত গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করেছেন লরেন্স বিষ্ণোই। সেই অপরাধেই তিনি জেলে আছেন। একই সঙ্গে সলমন খানকে বারবার হত্যার চেষ্টা করা হচ্ছে যে তার মাস্টার মাইন্ড হিসেবেও বারবার বিষ্ণোই গ্যাং এবং লরেন্স বিষ্ণোইয়ের নাম উঠে এসেছে। এছাড়াও লরেন্সের নামে প্রায় ২৪টির উপর ক্রিমিনাল কেস চলছে যার মধ্যে একাধিক খুন করার অভিযোগও আছে।