মেলালেন তিনি মেলালেন! খন্ডালা নয়, মুম্বইতেই ঘরোয়া আড্ডায় একফ্রেমে আমির খান ও রানি মুখোপাধ্যায়। নেপথ্যে আমির কন্যা ইরা খান। মেয়ে ও জামাইয়ের সঙ্গে রানির সঙ্গে একান্ত আড্ডায় ধরা দিলেন আমির খান। বলিউডের ‘গুলাম’ জুটিকে দেখে নস্টালজিক ভক্তরা। বলিউডে রানির কেরিয়ার শুরু ‘রাজা কি আয়েগি বারাত’ দিয়ে, তবে এই বঙ্গ সুন্দরীকে পরিচিতি দিয়েছিল গুলাম। আরও পড়ুন-রানির মুখে জয় শ্রীরাম ধ্বনি! হনুমান জয়ন্তীতে মন্দিরে বঙ্গসুন্দরী, মেয়ে আদিরা কোথায়?
১৯৯৮ সালে আমির খান অভিনীত এই ছবির নায়িকা ছিলেন ‘ভাঙা গলার স্বর’-এর জন্য বহুবার রিজেক্ট হওয়া রানি। এরপরেও আমিরের সঙ্গে তলাশ-এর মতো ছবিতে কাজ করেছেন রানি, তবে গুলাম নিয়ে মাদকতার ঘোর কাটেনি ফ্যানেদের। ইরা খান এবং তার স্বামী নূপুর শিখরের সাথে দেখা করেন রানি, সেখানে হাজির ছিলেন আমিরও। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইরা খান তাদের গেট টুগেদারের ছবি পোস্ট করেছেন।
আমির-রানির নতুন যুগলবন্দি?
এই ছবি ভাইরাল হতেই সোশ্যালে চর্চা, তবে কি নতুন কোনও প্রোজেক্টে একসঙ্গে দেখা যাবে আমির-রানিকে? আপতত সিতারে জমিন পর নিয়ে ব্যস্ত আমির, তবে কি অভিনেতার এই প্রোজেক্টে পুরোনো বন্ধু রানিও থাকছেন? দীর্ঘদিন নিজের হোম প্রোডাকশন (যশ রাজ ফিল্মস)-এর বাইরে কাজ করেন না রানি। এই ব্যাপারে অবশ্য কোনও ইঙ্গিত মেলেনি, কিন্তু ফ্যানেরা আশা ছাড়ছেন না।
ইরা-নূপুরের সঙ্গে সেলফি তুললেন রানি-আমির
আমির কন্যা সদ্য বিয়ের পর্ব সেরেছেন। নববিবাহিতা আমির কন্যের সঙ্গে প্রথম ছবিতে দেখা মিলল আমির খান ও রানির। এদিন ইরা একটি সাদা-কালো ফুলেল প্রিন্টেড ড্রেস পরছিলেন এবং নূপুরকে একটি পিচ রঙা শার্টে দেখা গিয়েছিল। আমির বেছে নিয়েছিলেন সাদা শার্ট ও ইন্ডিগো ট্রাউজার। কালো রঙা ঢলা পোশাকে দ্যুতি ছড়ালেন রানি। ঘরের ড্রয়িং রুমে বসে একসঙ্গে সবাই আড্ডায় মেতে উঠেছেন।
রানির সঙ্গে সেলফি শেয়ার করে ইরা লিখেছেন, 'এতদিন পর (লাল হৃদয়ের ইমোজি)। নূপুরকেও ট্যাগ করেন তিনি। পরের ছবিতে হাসিমুখে সেলফির জন্য পোজ দিলেন ইরা-রানি।
দীর্ঘদিন ধরেই বাবার ফিটনেস ট্রেনার নূপুর শিখরের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন ইরা৷ ২০২২ সালের নভেম্বরে বাগদানও সেরে ফেলেন দুজনে। চলতি বছরের গোড়ায় রাজস্থানের উদয়পুরে নূপুরকে বিয়ে করেন ইরা, বিয়েটা অবশ্য গত ৩ জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডসে সেরে ফেলেছিলেন দুজনে। তাঁদের রিসেপশনের আসরে ধর্মেন্দ্র, জয়া বচ্চন রেখা, সায়রা বানু, সালমান খান এবং শাহরুখ খানের মতো বলিউড তারকারা হাজির ছিলেন।
রানির শেষ ছবি
গত বছর মুক্তি পেয়েছিল রানির শেষ ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। অসীমা ছিব্বর পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে উঠে এসেছে সাগরিকার বাস্তব কাহিনি। সন্তানদের সঠিকভাবে লালন-পালন না করতে পারার অভিযোগে এই বাঙালি মায়ের থেকে তাঁর একরত্তি সন্তানদের ছিনিয়ে নিয়েছিল নরওয়ের চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিসেস। নরওয়ে সরকারের বিরুদ্ধে সাগরিকার লড়াইয়ের গল্পে রানি ছাড়াও দেখা মিলেছে অনির্বান ভট্টাচার্যের মতো টলিউড অভিনেতার। এছাড়াও ছিলেন নীনা গুপ্তা, জিম সর্বরা।
আমিরের প্রজেক্টগুলি
প্রযোজক হিসাবে ১৯৪৭ সালের লাহোর নিয়ে আসছেন আমির খান। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল এবং আলি ফজল। আমিরকে সর্বশেষ অদ্বৈত চন্দন পরিচালিত কমেডি-ড্রামা লাল সিং চাড্ডা (২০২২)-য়। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর, নাগা চৈতন্য ও মোনা সিং। এই ছবির ব্যর্থতার পর লম্বা সময় লাইট-ক্যামেরা অ্যাকশনের জগত থেকে দূরে ছিলেন আমির। তবে আপতত সিতারে জমিন পর-এর কাজ নিয়ে ব্যস্ত মিস্টার পারফেকশানিস্ট।