বাংলা নিউজ > বায়োস্কোপ > বউয়ের মৃত্যু কামনা ফ্যানেদের! মুখ খুললেন ‘গুম হে কিসি কে প্যায়ার মে’ খ্যাত নীল

বউয়ের মৃত্যু কামনা ফ্যানেদের! মুখ খুললেন ‘গুম হে কিসি কে প্যায়ার মে’ খ্যাত নীল

ট্রোলিং নিয়ে অকপট নীল

করোনায় মরে যাক নীলের স্ত্রী, এমনটাও কামনা করেছে দর্শকরা! ক্ষুব্ধ অভিনেতা। 

এই মুহূর্তে স্টার প্লাসের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘গুম হে কিসি কে প্যায়ার মে’। এই সিরিয়ালের উপস্থাপক হিসাবে দেখা মিলেছে বলিউডের এভারগ্রিন বিউটি রেখার। শুরু থেকেই চর্চায় থেকেছে অভিনেতা নীল ভাটের এই সিরিয়াল। এবার চ্যানেলের আসন্ন রিয়ালিটি শো ‘স্মার্ট জোড়ি’র মঞ্চে নিজের জোড়িদার ঐশ্বর্যকে নিয়ে হাজির হবেন নীল। যার নতুন প্রোমো প্রকাশ্যে এনেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানে ট্রোলিং নিয়ে কথা বলতে শোনা গেল জুটিকে। 

গত বছর নভেম্বরেই সাত পাকে বাঁধা পড়েছেন নীল-ঐশ্বর্য। ‘গুম হে কিসি কে প্যায়ার মে’ সিরিয়ালে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য। সম্পর্কে নীল ওরফে বিরাটের বৌদি সে। শুরু থেকেই এই জুটির বাস্তব সম্পর্ক মেনে নিতে পারেনি অনেকেই। প্রমোতে নীলকে বলতে শোনা গেল, ‘মানুষজন যেমন ভালোবাসা দিয়েছেন, তেমন একটা শ্রেণির মানুষ আছেন যারা  শুধু ট্রোল করতে জানেন’। 

নীলের কথার রেশ টেনেই ঐশ্বর্য যোগ করেন, বিয়ের পর থেকেই শুনেছি, এটা কে? এর সঙ্গে কেন বিয়ে করল? খুব বাজে মেয়ে, আরও কত কী! তোমার তো মরে যাওয়া উচিত করোনায়- এমন কথাও শুনেছি'। সঞ্চালক মণীশ পল সবটা শুনে রীতিমতো চমকে উঠেন। 

রিয়ালিটি শো স্মার্ট জোড়ি'র সবচেয়ে চর্চিত জুটি হতে চলেছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন। গত বছর ডিসেম্বরেই রাজকীয় বিয়ে সেরেছেন অঙ্কিতা-ভিকি। অনুষ্ঠানের মঞ্চে অঙ্কিতা স্পষ্ট জানিয়েছেন, ‘ভিকির মতো করে আমাকে কেউ কোনওদিন ভালোবাসেনি’। 

এই রিয়ালিটি শো-এর মঞ্চে দেখা মিলবে ১২ থেকে ১৫জন দম্পতির। ভাগ্যশ্রী-হিমালয় দাসানি, রাহুল মহাজন-নাতালিয়া ইলিনা, নীল-ঐশ্বর্য এবং অঙ্কিতা-ভিকি, এই চারটে জোড়ি নিঃসন্দেহে থাকছে শো-এ। চর্চায় রয়েছে টেলিভিশন পাড়ার অনেক দম্পতির নামই। 

 

বন্ধ করুন