বাংলা নিউজ > বায়োস্কোপ > Gumraah Trailer: বৃষ্টির মধ্যে বাড়িতে ঢুকে চুপিসারে খুন! একই দেখতে দুই অপরাধী, ধন্ধে পুলিশ

Gumraah Trailer: বৃষ্টির মধ্যে বাড়িতে ঢুকে চুপিসারে খুন! একই দেখতে দুই অপরাধী, ধন্ধে পুলিশ

'গুমরাহ'

সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করে ম্রুণাল ঠাকুর 'গুমরাহ'র ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটি গল্পের দুটি দিক আছে, সত্য এবং মিথ্যা; কিন্তু এই গল্পের দিকগুলো পাপ ও প্রতারণা’।

বৃষ্টির দিন রেইন কোট পরে বাড়িতে ঢুকে পড়ল খুনি। তারপর স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু একটা জিনিস দিয়ে পেটে একের পর এক আঘাত করে খুন করে পালিয়ে গেল। ঘটনার তদন্তভার গিয়ে পড়ল মহিলা পুলিশ আধিকারিক শিবানী মাথুরের উপর। তদন্তে নেমে তাঁর ধারণা, পরিকল্পনা করেই খুন করা হয়েছে, আর অপরাধী ভীষণই চতুর। ২৩ জানুয়ারি মুক্তি পাওয়া 'গুমরাহ' ট্রেলারে উঠে এসেছে এমনই একটা অপরাধ দুনিয়ার গল্প।

ট্রেলারে পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে। তার ঠিক পরেই দেখা মেলে অদিত্য রায় কাপুরের। তাঁকে দেখে মনে হয়, অপরাধমূলক কোনও কাজকর্মের সঙ্গে যুক্ত তিনি। তাঁর মুখের হিন্দি উচ্চারণও কিছুটা তেমনই ছিল। পরক্ষণেই আবার জমিয়ে পার্টি করতে দেখা যায় আদিত্যকে। ট্রেলার কিছুটা এগোতেই বোঝা যায় ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন আদিত্য। আর এতেই বাঁধে গোলযোগ। খুনি কে দ্বন্দ্বে পড়ে যান পুলিশ আধিকারিকরাও। একই খুনে দু'জন একই দেখতে সন্দেহভাজনকে নিয়ে মুশকিলেন পরেন ম্রুণাল ঠাকুর ও তাঁর থেকেও উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রণিত রায়। এমনই একটা গল্প নিয়েই সাজনো হয়েছে 'গুমরাহ'র গল্প।

সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করে ম্রুণাল ঠাকুর 'গুমরাহ'র ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটি গল্পের দুটি দিক আছে, সত্য এবং মিথ্যা; কিন্তু এই গল্পের দিকগুলো পাপ ও প্রতারণা’। এই মাসের শুরুর দিকে গুমরাহ-এর টিজার সামনে এনেছিলেন নির্মাতারা। যেটি পোস্ট করে আদিত্যা রায় কাপুর লেখেন, 'শেষ পর্যন্ত, একমাত্র প্রতারণাই গুরুত্বপূর্ণ যা আপনি বিশ্বাস করেন।' গুমরাহ টিজার দেখুন'।

আরও পড়ুন-প্রকাশ্যেই অঝোরে কাঁদলেন ম্রুণাল ঠাকুর, কী আবার হল! উদ্বিগ্ন অনুরাগীরা

আরও পড়ুন-'দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করবেন', ভোলবদলে এবার 'শত্রু' দের কাছে ক্ষমা চাইলেন কঙ্গনা

আরও পড়ুন-

এই ছবিটি ছবিটি ২০১৯-এ মুক্তিপ্রাপ্ত একটি তামিল হিট অ্যাকশন-থ্রিলার 'থাদাম'-এর অফিসিয়াল হিন্দি রিমেক এটি। ৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। ভূষণ কুমার, মুরাদ খেতানি, কৃষাণ কুমার এবং আনজুম খেতানির প্রযোজনায় এই ছবিটি টি-সিরিজ ও সিনে ১ স্টুডিওর ব্যানারে মুক্তি পাচ্ছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন