পাঞ্জাবি গায়ক গুরদাস মান সম্প্রতি দিল্লিতে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্স সম্পর্কে একটি মজার গল্প ভাগ করে নিয়েছেন। গুরদাস মান প্রকাশ করেছেন যে বিরাটের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি আগে থেকে জানতেন না যে তাঁকে রিসেপশনে পারফর্ম করার জন্য বিরাট আমন্ত্রণ জানিয়েছেন।
ঘটনাটি প্রসঙ্গে গুরুদাস ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বিরাট আমাকে ভালোবাসেন। সেদিন আমি ভাবছিলাম যে, বিরাট সবাইকে ডেকেছে কিন্তু সে আমাকে এত ভালোবাসার সত্ত্বেও আমাকে তাঁদের প্রীতিভোজে ডাকলেন না।’
আরও পড়ুন: দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হয়েছিল মুখ, সেই ঘটনায় মহিমাকে কীভাবে উদ্ধার করেছিলেন অজয়
তিনি আরও বলেন, ‘আমি জানতাম না যে আমি ওখানে পারফর্ম করতে যাচ্ছি। আমি শুধু জানতাম যে দিল্লিতে আমার একটি পারফরম্যান্স আছে। কিন্তু আমি জানতাম না যে এটা ওঁদের প্রীতিভোজের অনুষ্ঠান ছিল।’
গুরদাস মান জানান যে, তাঁর জন্য চমকটি বিরাট নিজেই পরিকল্পনা করেছিলেন। তিনি বলেন, ‘বিরাট আগেই বলেছিলেন যে এটা একটা সারপ্রাইজ। আয়োজকদেরকে বিশেষভাবে বলা হয়েছিল যেন গুরদাস মানকে না বলা হয় তিনি কোথায় অনুষ্ঠান করতে আসছেন। তিনি ভেন্যুতে পৌঁছলে তারপর তাঁকে জানাবেন। অন্যদিকে, আমি ভাবছিলাম যে বিরাট একবারও আমাকে ফোন করলেন না। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম।’
আরও পড়ুন: ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার শোস্টপার কার্তিক-তৃপ্তি! সঙ্গে চমক দিলেন হিনা খানও
গুরদাস ভ্যেনুতে গিয়ে অনুষ্ঠান সম্পর্কে জানতে পারেন। তিনি অবাক হয়ে যান এবং অবিলম্বে মঞ্চে গিয়ে একটি অসাধারণ পারফরম্যান্স পরিবেশন করেন। তিনি প্রীতিভোজের অনুষ্ঠানের সুন্দর মুহূর্তের ছবিও ভাগ করে নেন। তিনি জানান যে, বিরাটকে পাঞ্জাবি গানগুলি অনুষ্কার কানে কানে অনুবাদ করে দিচ্ছিলেন। প্রীতিভোজের ভিডিয়োতেও সেই দৃশ্য ধরা পড়েছিল। গায়কের পারফরম্যান্সের সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল।
এরপর থেকে গুরদাস বিরাট-অনুষ্কার বিয়েতে যেসব গান গেয়েছিলেন সেই সব গান গাওয়ার জন্য অনুরোধ করা হত। বিশেষ করে দিল্লির বিয়ে বাড়িগুলোতে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সকলে আমাকে একই ধরণের গান করতে বলতেন, যেরকম আমি বিরাট এবং অনুষ্কার বিয়েতে করেছিলাম।’
আরও পড়ুন: পুজোর আগে বড় চমক! শাড়িতে অপরূপা শ্রাবন্তী, দুর্গা বন্দনায় মাতলেন নায়িকা
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি ২০১৭ সালের ডিসেম্বর মাসে ইতালিতে গাঁটছড়া বেঁধেছিলেন। বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে। তাঁদের মেয়ে ভামিকা ২০২১ সালে জন্মে ছিল। তাঁরা সম্প্রতি এই বছরের শুরুতে তাঁদের ছেলে আকায়েকে জন্ম দিয়েছেন।