বর্তমানে দেবিনা বন্দ্যোপাধ্যায় তাঁর গোটা পরিবার নিয়ে বাংলায় রয়েছেন। আর এদিন তিনি গুরমীত চৌধুরীর সঙ্গে শহর ঘুরে বেড়াতে বেরিয়েছিলেন। তখনই পার্ক স্ট্রিটে একাধিক ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা। আর ক্যাপশন বাংলায় দিতে ভুললেন না।
কী লিখলেন গুরমীত চৌধুরী?
গুরমীত যে বাংলার জামাই হওয়ার দরুন বর্তমানে বাংলা শিখছেন সেটাই বুঝিয়ে দিলেন। আর দেবিনা যে মোটেই খারাপ শিক্ষিকা নন সেটাও বোঝা গেল অভিনেতার পোস্ট দেখে। এদিন গুরমীত তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমাদের প্রিয় শহর কলকাতার উষ্ণ অভ্যর্থনা উপভোগ করছি।'
আরও পড়ুন: ছবির যুবকটি কিন্তু বর্তমানে টলিউডের খ্যাতনামা অভিনেতা, আবার গায়কও বটে, চিনতে পারছেন?
তিনি যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাঁকে আকাশি রঙের শার্ট এবং সাদা প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে পরেছেন বুট জুতো। বাদ যায়নি রোদ চশমা এবং ঘড়ি। অন্যদিকে দেবিনার পরনে সাদা ক্রপ টপ, ডেনিম শার্ট এবং ডেনিম হট প্যান্ট। তাঁদের পার্ক স্ট্রিটের বৃষ্টি ভেজা রাস্তায় নানা পোজে ছবি তুলে পোস্ট করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: অগস্ট থেকেই শুরু ‘অমর সঙ্গী’র পথচলা! নীল - শ্যামৌপ্তির প্রেম কাহিনির জন্য বন্ধ হচ্ছে কোন মেগা?
প্রসঙ্গত ২০১১ সালে গুরমীত চৌধুরী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেছেন। তাঁরা তার আগে একত্রে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। বর্তমানে তাঁদের দুটি মেয়ে আছে। তাঁদের দুজনের নাম লিয়ানা এবং ডিভিশা। তারা দুজনে ২০২২ সালের এপ্রিল এবং নভেম্বর মাসে জন্মগ্রহণ করেছে যথাক্রমে। কিছু মাস আগে দুই মেয়েকে নিয়ে কলকাতা এসে চিড়িয়াখানা ঘুরে গিয়েছেন অভিনেত্রী সেই আপডেটও জানিয়েছিলেন।