কুম্ভমেলা এমন একটি পবিত্র সমাগম, যেখানে প্রতি বছর ভিড় করেন হাজার হাজার নাগা সন্ন্যাসীরা। ত্রিবেণী সঙ্গমে পূণ্য স্নান করার জন্য ভিড় করেন বহু মানুষ। ভিড় করেন নামিদামি তারকারাও। তবে এবারের কুম্ভ মেলা একটি বিশেষ কারণে বিখ্যাত কারণ ১৪৪ বছর পর এমন একটি যোগ এসেছে, যা আবার কবে আসবে তার কোনও ঠিক নেই। তাই এই কুম্ভ মেলায় আসার জন্য ভারতের বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় করছেন প্রয়াগে।
মহাকুম্ভ মেলায় এই বছর দেখা গেছে মমতা কুলকার্নিকেও। তিনি নাকি সন্ন্যাস নেওয়ার উদ্দেশ্যে পৌঁছেছেন প্রয়াগে। এবার দেখা গেল গায়ক গুরু রনধাওয়াকে। কুম্ভ মেলা পরিদর্শন করার জন্য এবং গঙ্গায় পূণ্য স্নান করার জন্য তিনি পৌঁছে গেছেন প্রয়াগে। ইনস্টাগ্রামে সেই বিশেষ মুহূর্তে ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন: আমার বাবার মোটেও দুটো বিয়ে নয়', গালি বয় নায়েজির জীবনের গল্প নয়! দাবি র্যাপারের
ছবি এবং ভিডিয়ো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, মা গঙ্গায় পবিত্র ডুব দিতে পেরে আমি সত্যিই ধন্য। এই স্থানে বিশ্বাস এবং আধ্যাত্মিকতাই শেষ কথা। ঈশ্বরের আশীর্বাদে আবার নতুন যাত্রা শুরু। হর হর গঙ্গে।
ভিডিয়োয় দেখা যায়, সূর্যের আলো ফোটার আগেই তিনি নদীতে ডুব দিয়েছেন। কখনও আবার নৌকায় চড়তেও দেখা যায় গায়ককে। ভক্তদের সঙ্গে ছবি তুলতেও কার্পণ্য করেননি গুরু।
প্রসঙ্গত, শুধু ভারতের বিভিন্ন স্থান থেকে নয় ইতিমধ্যেই রাশিয়া এবং ইউক্রেনের বেশ কিছু মানুষ ভিড় করেছেন কুম্ভ মেলায়। প্রায় তিন বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে সংঘর্ষ চলছে, সেই সংঘর্ষের সমাপ্তি এবং ঐক্যের বার্তা নিয়েই বেশ কিছু মানুষ এসেছিলেন কুম্ভ মেলায়।
ANI - এর সঙ্গে সাক্ষাৎকারে ভক্তরা বলেন, আমরা রাশিয়া থেকে এসেছি। আমার গুরু মা ইউক্রেন থেকে এসেছেন। আমার গুরু বোন এবং ভাই রাশিয়া, ইউক্রেন, কাজাখস্থান, ইউরোপ এবং আমেরিকা থেকে এসেছে। আমরা সকলেই কুম্ভ মেলার জন্য একত্রিত হয়েছি এই জায়গায়। আগামী দিনগুলি যাতে আমাদের ভালো কাটে তার জন্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য সমবেত হয়েছি।
আরও পড়ুন: কেরিয়ার বাদ দিয়ে সংসার সামলেছে, মীরার প্রশংসায় পঞ্চমুখ শাহিদ কাপুর
আরও পড়ুন: সেক্স সিম্বল থেকে সন্ন্যাসিনী! 'বাধ্য হয়ে' অভিনয়ে, ড্রাগ লর্ডকে বিয়ে করেন মমতা?
উল্লেখ্য, ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী পবিত্র দিনগুলি হল ২৯ জানুয়ারি (মৌনি অমাবস্যা), ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী), ১২ ফেব্রুয়ারি (মাঘী পূর্ণিমা), ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)। বহু মানুষ এখনও প্রতিদিন কুম্ভ মেলায় সমবেত হওয়ার জন্য যাচ্ছেন প্রয়াগে।